প্রযুক্তি

যেভাবে হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচার হাইড করবেন এবং কেন?

 হোয়াটসঅ্যাপের লোগো। ছবি : সংগৃহীত
হোয়াটসঅ্যাপের লোগো। ছবি : সংগৃহীত

মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যক্তিগত এবং পেশাদার যোগাযোগের জন্য বর্তমানে তুমুল জনপ্রিয়। অনেকেই সবার জন্য তাই নিজের হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচার উন্মুক্ত রাখতে চান না। কীভাবে হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচার হাইড করবেন আর কেন করবেন, তা নিয়ে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

যে কারণে হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচার হাইড করবেন

হোয়াটসঅ্যাপে প্রোফাইল পিকচার হাইড করা না থাকলে যে কেউ স্ক্রিনশট গ্রহণ করে দেখতে এবং সেভ করতে পারবেন। আপনি হোয়াটসঅ্যাপে নির্দিষ্ট কিছু লোকের সঙ্গে কথা বলেন, যাঁরা পরিবার বা বন্ধু নন এবং আপনার ফোনের তালিকায় আছে। সে জন্য যাঁরা আপনার পরিচিত নন, বা যাঁদের আপনি বিশ্বাস করেন না, তাঁদের জন্যই হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচার হাইড করা উচিত। যাতে আপনি পছন্দসই ছবি ব্যবহার করতে পারেন।

যেভাবে হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচার হাইড করবেন

* হোয়াটসঅ্যাপ খুলুন এবং ‘সেটিংসে’ যান।

* ‘অ্যাকাউন্ট’-এ ক্লিক করুন এবং তারপর ‘প্রাইভেসি’-তে ক্লিক করুন।

* প্রোফাইল পিকচারে ক্লিক করুন।

* ডিফল্ট সেটিংয়ে প্রোফাইল পিকচার ‘এভরিওয়ান’ দেখতে পারেন। এখন আপনার ফোনে যাঁদের নম্বর সেভ করা আছে, যদি তাঁদের দেখাতে চান; তাহলে ‘মাই কন্টাক্টস’-এ ক্লিক করুন। আর কাউকে না দেখাতে না চাইলে ‘নোবডি’-তে ক্লিক করুন।

এমন আরো সংবাদ

Back to top button