নির্মাণাধীন পদ্মাসেতুর মেট্রোরেল প্রকল্প ২০২২ সালের জুনে চালু করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ রবিবার সচিবালয়ে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের ব্রিফিংয়ের এসব কথা বলেন মন্ত্রী।
এসময় তিনি আরো জানান, একই সময়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চট্টগ্রামের কর্ণফুলী টানেল চালু করা হবে। মন্ত্রী বলেন, পদ্মাসেতুর চালুর সময় সীমা কিছুটা বাড়ানো হয়েছে। ২০২২ সালের জুন নাগাদ এটি চালু করা সম্ভব হবে। একই সময়ে আরো তিন প্রকল্প চালু হয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।