খেলাধুলা

আইপিএল থেকে নাম সরিয়ে নিলেন ডেল স্টেইন

 ডেল স্টেইন ও বিরাট কোহলি। ছবি : সংগৃহীত
ডেল স্টেইন ও বিরাট কোহলি। ছবি : সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী আসর থেকে নাম সরিয়ে নিলেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ডেল স্টেইন। তবে আইপিএলে না খেললেও ক্রিকেট থেকে এখনই অবসর নিচ্ছেন না তিনি। শুধু আইপিএলেই থাকছেন না এই প্রোটিয়া তারকা।

এক টুইটে খবরটি জানিয়ে ডেল স্টেইন লিখেছেন, ‘এই ছোটো বার্তায় সবাইকে জানাতে চাই, এই বছরের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আমি থাকছি না। অন্য কোনো দলেও খেলার পরিকল্পনা নেই আমার। শুধু ওই সময়টায় একটু দূরে থাকছি খেলা থেকে। বুঝতে পারার জন্য ধন্যবাদ, বেঙ্গালুরু।’

এরপর আরেকটি টুইট করেছেন ডেল স্টেইন। সেখানে জানিয়েছেন, আইপিএল থেকে সরলেও ক্রিকেট থেকে এখনই অবসর নিচ্ছেন না তিনি, ‘অন্যান্য লিগে খেলা চালিয়ে যাব আমি। নিজেকে কিছু করার সুযোগ দেব, যা করতে আমি রোমাঞ্চিত। যে খেলাটাকে আমি এত ভালোবাসি, সেই খেলা চালিয়ে যাব। না, আমি অবসর নিচ্ছি না।’

সবশেষ আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছেন স্টেইন। যদিও টুর্নামেন্টে সময়টা তাঁর ভালো কাটেনি। তিনি ম্যাচে কেবল একটি উইকেট নিয়েছেন এই পেসার।

এমন আরো সংবাদ

Back to top button