লিড নিউজহাইলাইটস

মুই পাকা ঘরত থাকিম জীবনে ভাবোনাই

প্রধানমন্ত্রী মোক পাকা ঘর করি দেয়ছে শুনি খুশি হছু

সৃষ্টিই প্রত্যয়
সৃষ্টিই প্রত্যয়

কিশোরগঞ্জ (নীলফামারী): মুই পাকা ঘরত থাকিম জীবনে ভাবোনাই, প্রধানমন্ত্রী মোক পাকা ঘর করি দেয়ছে শুনি খুশি হছু। আল্লাহ প্রধানমন্ত্রীর ভাল করুক বলে দোয়া করেন। তিনি কাদতে কাদতে বলেন প্রধানমন্ত্রী মোক উপহার দিছে এর চেয়ে আর খুশির কি আছে। মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ঘর পেয়ে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের উচ্চা সন্ন্যাসীপাড়ার সালাম মিস্ত্রির স্ত্রী কাফিরোন আজ মঙ্গলবার বিকালে নীলফামারীর জেলা প্রশাসককে এভাবে অভিমত ব্যক্ত করেন। নীলফামারীর জেলা প্রশাসক মোঃ হাফিজুর রহমান আজ মঙ্গলবার বিকালে কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের উচ্চা সন্ন্যাসীপাড়া গ্রামে মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ঘরের নির্মাণ কাজ পরিদর্শন করেন।
মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে কিশোরগঞ্জ উপজেলার ১ শ’ ৪০ গৃহহীন পাচ্ছে ঘর। প্রতিটি ঘর নির্মাণে ব্যয় হচ্ছে ১ লক্ষ ৭১ হাজার টাকা করে। জেলা প্রশাসক মোঃ হাফিজুর রহমান চৌধুরী ঘুরে ঘুরে ঘরগুলোর নির্মাণ কাজ পরিদর্শন করেন। এসময় তিনি ঘর নির্মাণ কাজ দেখে সন্তুষ্ট প্রকাশ করে বলেন- মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ঘর নির্মাণ কাজে কোন অনিয়ম মেনে নেয়া হবে না। গোটা জেলায় আমরা ঘর নির্মাণ কাজ মনিটরিং করছি। কাজের গুণগতমান ভাল। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট, ভাইস চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম, শাপলা বেগম, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রোকসানা বেগম, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, উপজেলা প্রকৌশলী মোঃ মজিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবুল হাসনাত সরকার, বাহাগিলী ইউপি চেয়ারম্যান আতাউর রহমান শাহ্ প্রমুখ। পরে জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসারের নতুন বাসভবন নিমার্ণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

সম্পাদনা
আবু হাসান শেখ

এমন আরো সংবাদ

Back to top button