জেলার খবর
সান্তাহারে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
আদমদীঘি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্ম বার্ষিকী উপলক্ষে বগুড়ার সান্তাহার সরকারি কলেজের উদ্যোগে জংশন ষ্টেশন এলাকায় শীতের শুরুতেই দুঃস্থ ও সহায়-সম্বলহীন শীতার্তদের খুঁজে খুঁজে বের করে তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। মঙ্গলবার বেলা ১২টায় সান্তাহার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. প্রদীপ কুমার সাহা ও উপাধ্যক্ষ ড. মো: আব্দুল ওহাবের নেতৃত্বে ষ্টেশন এলাকায় ছিন্নমূল শীতার্ত মানুষের হাতে প্রায় ৫০০ পিচ শীতবস্ত্র তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা ইদ্রিস আলী, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আল মাহিদুল ইসলাম জয়, কলেজ ছাত্রলীগ নেতা তানভী রহমান তনু, ছাত্রলীগ নেতা আহসান হাবিব জয়, কলেজের কর্মচারী বিদ্যুৎ হোসেন প্রমুখ।