জেলার খবর

সান্তাহারে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

 SANTAHAR, ADAMDIGHI, BOGRA.আদমদীঘি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্ম বার্ষিকী উপলক্ষে বগুড়ার সান্তাহার সরকারি কলেজের উদ্যোগে জংশন ষ্টেশন এলাকায় শীতের শুরুতেই দুঃস্থ ও সহায়-সম্বলহীন শীতার্তদের খুঁজে খুঁজে বের করে তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। মঙ্গলবার বেলা ১২টায় সান্তাহার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. প্রদীপ কুমার সাহা ও উপাধ্যক্ষ ড. মো: আব্দুল ওহাবের নেতৃত্বে ষ্টেশন এলাকায় ছিন্নমূল শীতার্ত মানুষের হাতে প্রায় ৫০০ পিচ শীতবস্ত্র তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা ইদ্রিস আলী, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আল মাহিদুল ইসলাম জয়, কলেজ ছাত্রলীগ নেতা তানভী রহমান তনু, ছাত্রলীগ নেতা আহসান হাবিব জয়, কলেজের কর্মচারী বিদ্যুৎ হোসেন প্রমুখ।

সম্পাদনা
সাগর খান

এমন আরো সংবাদ

Back to top button