এন্টারটেইনমেন্ট

করোনায় আক্রান্ত রাম চরণ

 ভারতের তেলেগু অভিনেতা রাম চরণ। ছবি : সংগৃহীত
ভারতের তেলেগু অভিনেতা রাম চরণ। ছবি : সংগৃহীত

করোনায় আক্রান্ত হয়েছেন ভারতের তেলেগু তারকা রাম চরণ। মঙ্গলবার সকালে এক টুইট বার্তায় এ খবর নিজেই জানিয়েছেন ৩৫ বছর বয়সী এ দক্ষিণী তারকা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির অনলাইন সংস্করণের খবর, রাম চরণ এখন নিজ বাসভূমে নিভৃতবাসে রয়েছেন। টুইট বার্তায় রাম চরণ লিখেছেন, ‘আমার কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছে। কোনো লক্ষণ নেই এবং গৃহে নিভৃতবাসে রয়েছি। আশা করি, দ্রুতই আরোগ্যলাভ করব এবং ফিরব শক্তিশালী হয়ে।’

ওই বিবৃতির সঙ্গে রাম চরণ অনুরোধ করেছেন, গত কয়েক দিন তাঁর সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁরা যেন কোভিড-১৯ পরীক্ষা করান।

২০০৭ সালে তেলেগু সিনেমা ‘চিরুথা’ দিয়ে অভিনয়ে অভিষেক রাম চরণের। তিনি ‘মাগধির’, ‘রাচা’, ‘নায়ক’, ‘ইয়াভাদু’, ‘ধ্রুব’, ‘রঙ্গস্থলম’ ও ‘জাঞ্জির’ সিনেমার জন্য বিখ্যাত। বেশ কয়েকটি সিনেমা প্রযোজনা করেছেন তিনি।

এমন আরো সংবাদ

Back to top button