প্রবাসহাইলাইটস

পর্তুগালের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাথে আওয়ামী নেতৃবৃন্দের সাক্ষাৎ

valoলিসবন পর্তুগাল: পর্তুগালে নবনিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত তারিক আহসান এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন পর্তুগাল  আওয়ামী লীগের নেতৃবৃন্দ।  স্থানীয় সময় মঙ্গলবার দূতাবাসে পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলম জসিম ও যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন ভুঁইয়ার নেতৃত্বে দলের পক্ষ থেকে এই ফুলেল শুভেচ্ছা জানানো হয়।  এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আব্দুল্লাহ আল রাজী, পর্তুগাল আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারিক উল্লাহ পর্তুগাল আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জাকির হোসাইন, আইন বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন জুয়েল, সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, পর্তুগাল আওয়ামী লীগ নেতা তানভীর আলম জনি, জামাল উদ্দিন, উজ্জ্বল মাহমুদ, আব্দুল্লাহ আল মামুন, হাবিবুর রহমান, আহসান উল্লাহ সরকার, আসাদ, সাইম সহ আরও অনেকেই।
রাষ্ট্রদূত তারিক আহসান প্রবাসী বাংলাদেশীদের দূতাবাসের সেবার মান নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানান। সেই সাথে পর্তুগাল সরকারের সাথে  বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের ব্যাপারে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
পর্তুগাল আওয়ামী লীগের নেতাকর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করার পাশাপাশি দেশের সুনাম অক্ষুন্ন রেখে প্রবাসীদের কাজ করার আহ্বান জানান নবনিযুক্ত রাষ্ট্রদূত। এসময় প্রবাসীদের সমস্যা নিরসন ও দূতাবাসের সেবার মান শতভাগ নিশ্চিত করতে পর্তুগাল আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন দাবি তুলে ধরেন নেতৃবৃন্দ।
এসময় প্রবাসীদের সমস্যা নিরসন ও দূতাবাসের সেবার মান শতভাগ নিশ্চিত করতে পর্তুগাল আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন দাবি তুলে ধরেন নেতৃবৃন্দ।
বাংলাদেশ ও পর্তুগালের মধ্যকার বিদ্যমান ভাতৃসুলভ সম্পর্ককে আরো গতিশীল ও জোরদারকরণ এবং দূতাবাসের কন্সুলার ও কল্যাণ সেবাসমূহ প্রবাসী বাংলাদেশিদের কাছে অধিকতর সহজলভ্য ও প্রবাসীবান্ধব করার ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন বলে উল্লেখ করেন রাষ্ট্রদূত।
স্থানীয় সময় মঙ্গলবার বেলা ৩ ঘঠিকার সময় বাংলাদেশ দূতাবাসের হলরুমে এই শুভেচ্ছা বিনিময় করা হয়। শুভেচ্ছা বিনিময়কালে পর্তুগাল আওয়ামীলীগের সভাপতি জহিরুল আলম জসিম পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং তা নিরসনে দূতাবাসের কার্যকরি পদক্ষেপ

এমন আরো সংবাদ

Back to top button