নতুন বছর ঈদুল ফিতরে আসছে ‘মিশন এক্সট্রিম’
অবশেষে পুলিশ অ্যাকশন সাসপেন্স থ্রিলারধর্মী ‘মিশন এক্সট্রিম’ চলচ্চিত্রের মুক্তির দিনক্ষণ ঠিক হয়েছে। গত রোজার ঈদে ছবিটি মুক্তির কথা থাকলেও মহামারীর কারণে তা সম্ভব হয়নি। আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে ‘মিশন এক্সট্রিম’। সম্প্রতি ছবির দ্বিতীয় পোস্টার উন্মোচিত হয়েছে। টকিজকে বিষয়টি নিশ্চিত করেছেন ছবির অন্যতম নির্মাতা ফয়সাল আহমেদ। চলচ্চিত্রটির আরেক পরিচালক সানী সানোয়ারও ফেসবুকে বিষয়টি শেয়ার করেছেন।
কপ ক্রিয়েশন প্রযোজিত বিগ বাজেটের ‘মিশন এক্সট্রিম’ চলচ্চিত্রটি দুই খণ্ডের। ‘ঢাকা অ্যাটাক’-এর পরবর্তী প্রজেক্ট হিসেবে এ ছবির ঘোষণা দেয়া হয়। সানী সানোয়ারের কাহিনী, চিত্রনাট্য ও সংলাপের ওপর ভিত্তি করে ‘মিশন এক্সট্রিম’ ছবির শুটিং শুরু হয় ২০১৯ সালের মার্চে। ঢাকা, গাজীপুর ও দুবাই শহরের নানা লোকেশনে ছবির দুই খণ্ডের শুটিং সম্পন্ন হয়। ঢাকা ডিটেকটিভ ক্লাব ও মাইম মাল্টিমিডিয়া সহযোগী প্রযোজক হিসেবে যুক্ত থেকে চলচ্চিত্রের দুটি খণ্ড নির্মাণ করেছে।
নির্মাতা ফয়সাল আহমেদ জানান, ‘‘নতুন বছর ঈদুল ফিতরে ‘মিশন এক্সট্রিম’ মুক্তি পাবে। এরপর ‘মিশন এক্সট্রিম-২’ মুক্তি দেয়া হবে।”
ছবির প্রচারণা নিয়ে প্রশ্ন করলে নির্মাতা বলেন, ‘দ্বিতীয় পোস্টার রিলিজের মাধ্যমে ছবির প্রচারণা শুরু হলো। আরো কিছু পরিকল্পনা আছে আমাদের।’ ছবির গান, ট্রেলার অবমুক্ত করা হবে, তবে এখনি নয় বলে জানালেন ফয়সাল আহমেদ।
মিশন এক্সট্রিমে আরিফিন শুভ, জান্নাতুল ফেরদৌস ঐশী, তাসকিন রহমানসহ আরো অনেকে অভিনয় করেছেন।