দেশ

সৌদি আরবে এক সপ্তাহ বিমানের সব ফ্লাইট বাতিল

valoসৌদি আরবের জেদ্দা, রিয়াদ ও দাম্মামে সব ফ্লাইট বাতিল করেছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স। আজ সোমবার (২১ ডিসেম্বর) থেকে সব ফ্লাইট আগামী এক সপ্তাহ বন্ধ থাকবে বলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন ধরন শনাক্ত হওয়ায় গতকাল রবিবার আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ ঘোষণা করে সৌদি আরব। এছাড়া স্থল ও সমুদ্র বন্দরের সকল প্রবেশও বন্ধ করা হয়েছে। সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব কোন ব্যতিক্রম ছাড়া এক সপ্তাহের জন্য সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করছে। এই স্থগিতাদেশের সময় আরও এক সপ্তাহের জন্য বাড়তে পারে।

তবে বর্তমানে সৌদি আরবে অবস্থানকারী আন্তর্জাতিক ফ্লাইটগুলো এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে না। ফ্লাইটগুলো সৌদি ছেড়ে যেতে পারবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানিয়েছেন, এ সময় বিমানের টিকিট কাটা যাত্রীদের পুনরায় ফ্লাইট চালুর পর অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দ দেয়া হবে।

এমন আরো সংবাদ

Back to top button