
কিশোরগঞ্জ (নীলফামারী): “বিজয় সাইকেল র্যালি” করেছে একদল যুবক। বিজয় দিবসটি স্মরণীয় করে রাখার জন্যই এ র্যালিটি করেছে তারা। গতকাল বৃহস্পতিবার বিকাল ৫ টায় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় “বিজয় সাইকেল র্যালি” করা হয়।
স্থানীয় সফি মিয়া মার্কেট থেকে “বিজয় সাইকেল র্যালি” টি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। প্রায় ১ শ’ যুবক রাস্তায় দু’ সারি হয়ে সাইকেল চালিয়ে র্যালিটি করেছে। এসময় সকলের সাইকেলে ও হাতে ছিল প্রিয় বাংলাদেশের পতাকা। র্যালিটির প্রথম সারিতে ছিল কিছু সাইকেল, মাঝে ছিল বড় একটি প্রিয় বাংলাদেশের পতাকা আর শেষ ভাগে ছিল অবশিষ্ট সাইকেল। এভাবে বিভিন্ন স্লোগান দিতে দিতে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় সফি মিয়া মার্কেটে এসে শেষ হয়।
উদ্যোক্তাদের একজন সফি কামাল রিয়াদ। তিনি জানান- প্রিয় বাংলাদেশের ৫০ তম বিজয় দিবসটি স্মরণীয় করে রাখতে এ “বিজয় সাইকেল র্যালি” টির উদ্যোগ নেয়া হয়। এছাড়াও রয়েছে দেশপ্রেম জাগ্রতের বিষয়টি।