
কিশোরগঞ্জ (নীলফামারী): নিরাপদ বৃদ্ধাশ্রমের বৃদ্ধাদের পাশে দাড়ালো নীলফামারীর পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, বিপিএম, পিপিএম। বিজয় দিবস উপলক্ষে বৃদ্ধাদের জন্য পাঠিয়ে দেন শীত নিবারণের জন্য কম্বল, আপেল, খেজুর ও মিষ্টি। এসব বৃদ্ধাশ্রমের বাবা-মাদের গায়ে পড়িয়ে ও হাতে তুলে দেন কিশোরগঞ্জ থানার অফিসার মোঃ আব্দুল আউয়াল।
বিজয় দিবস উপলক্ষে নীলফামারীর পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, বিপিএম, পিপিএম এর পাঠানো কম্বল, আপেল, খেজুর ও মিষ্টি নিয়ে গতকাল বুধবার রাতে অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আউয়াল নিরাপদ বৃদ্ধাশ্রমে ছুটে যান। নিজ হাতে বৃদ্ধাশ্রমের বাবা-মা’দের গায়ে কম্বল জড়িয়ে দেন। তাদের হাতে তুলে দেয়া হয় আপেল, খেজুর ও মিষ্টির প্যাকেট । এসব পেয়ে বৃদ্ধাশ্রমের বাবা-মা’রা খুশি হন। এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ মফিজুল ইসলাম, এস আই আক্কেল আলী ও জাহাঙ্গীর আলম প্রমুখ।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আউয়াল জানান- জেলা পুলিশ সুপার স্যার সব সময় বৃদ্ধাশ্রমটির খোঁজখবর রাখেন। এছাড়া জেলা পুলিশ প্রশাসন ও থানা পুলিশ প্রশাসন বৃদ্ধাশ্রমটির পাশে আছে এবং সবসময় থাকবে।