জেলার খবরহাইলাইটস

জয়পুরহাটে ব্র্যাকের সহযোগিতায় ছিন্নমুল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

valoজয়পুরহাট: জয়পুরহাটে আন্তর্জাতিক দাতব্য সংস্থা ব্র্যাক এর সহযোগিতায় শতাধিক হতদরিদ্র, ছিন্নমুল শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে জগদীশপুর গ্রাম সামাজিক শক্তি কমিটি। তারা শীতবস্ত্রের পাশাপাশি মাস্কও বিতরণ করেছে। রবিবার বিকেলে সদর উপজেলার দূর্গাদহ এলাকার জগদীশপুর গ্রামের অসহায় মানুষদের মধ্যে এসব শীতবস্ত্র কম্বল ও মাস্ক বিতরণ করা হয়।
জগদীশপুর গ্রাম সামাজিক শক্তি কমিটির সভাপতি সুলতান মাহমুদ সরকারের সভাপতিত্বে ও ব্র্যাকের দূর্গাদহ শাখা ব্যাবস্থাপক মাসুদুর রহমানের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণে বক্তব্য দেন, ব্র্যাকের আঞ্চলিক ব্যাবস্থাপক শাহ্ খায়রুল আহসান, মশিউর রহমান, সিনিয়র টেকনিক্যাল অফিসার অরুণ কুমার রায়, আনোয়ারুল হক, সংগঠনটির সাধারন সম্পাদক আনুসুর রহমান, সহ সভাপতি ইউনুস আলী, সদস্য খলিলুর রহমান।
বক্তারা বলেন, “ব্র্যাকের পাশাপাশি গরীব মানুষের পাশে সমাজের বিত্তবানরা সহযোগীতার হাত বাড়িয়ে দিলে অসহায় মানুষগুলো শীত কাটিয়ে উঠবে বলে আমরা মনেকরি। মানুষ মানুষের জন্য।”
চলতি বছরের কর্মসূচিতে জয়পুরহাট জেলায় ৬৭টি গ্রাম সামাজিক শক্তি কমিটি রয়েছে। এসব কমিটির মাধ্যমে জেলায় প্রায় কয়েক হাজার শীতবস্ত্র কম্বর বিতরণ করবে ব্র্যাক।

সম্পাদনা
এস এম শফিকুল ইসলাম

এমন আরো সংবাদ

Back to top button