প্রভাবশালী মার্কিন সাময়িকী টাইমের দৃষ্টিতে ২০২০ সালের বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন এবং নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে এবারের বিজয়ীদের নাম। খবর বিবিসি। এক টুইটে টাইম জানায়, বাইডেন-হ্যারিসের জোট ঐতিহাসিক একটি ঘটনার প্রতিনিধিত্ব করছে। বাইডেন-হ্যারিস ছাড়াও এ বছর টাইমের বর্ষসেরা ব্যক্তিত্ব হওয়ার দৌড়ে ছিলেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. অ্যান্থনি ফাউচি এবং করোনাভাইরাস মহামারী মোকাবেলায় সম্মুখযোদ্ধা স্বাস্থ্যসেবা কর্মীরা। লড়েছেন নভেম্বরের নির্বাচনে হেরে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বর্ণবাদবিরোধী আন্দোলনকারীরাও।
বর্ষসেরা হওয়া জো বাইডেন ও কমলা হ্যারিসের ছবি দিয়ে সবশেষ সংখ্যার প্রচ্ছদ করেছে টাইম। এর সাবটাইটেল দেয়া হয়েছে ‘চেঞ্জিং আমেরিকাস হিস্টোরি’ অর্থাৎ ‘আমেরিকার ইতিহাস বদলে দেয়া’।
টাইম সাময়িকীর বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হওয়া নিয়ে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত কোনো মন্তব্য করতে দেখা যায়নি বাইডেন-হ্যারিস শিবিরকে।
গত ৩ নভেম্বরের নির্বাচনে বেশ বড় ব্যবধানে ট্রাম্পকে হারিয়ে হোয়াইট হাউজের টিকিট পেয়েছেন বাইডেন। তিনি পেয়েছেন ৩০৬টি ইলেকটোরাল কলেজ ভোট, আর ট্রাম্পের ঝুলিতে পড়েছে ২৩২টি।
পপুলার ভোট অর্থাৎ জনগণের ভোটেও বড় ব্যবধানে রিপাবলিকানদের পেছনে ফেলেছে ডেমোক্র্যাট শিবির। এক্ষেত্রে ট্রাম্পের চেয়ে প্রায় ৭০ লাখ ভোট বেশি পেয়েছেন বাইডেন।
যদিও ট্রাম্প এখনো আনুষ্ঠানিকভাবে পরাজয় স্বীকার করেননি। বরং নির্বাচনে ব্যাপক ভোট জালিয়াতির অভিযোগ তুলে মামলার পসরা সজিয়ে বসেছেন তিনি। চেষ্টা করছেন ভোটের ফলাফল বদলে দেয়ার। তবে এক্ষেত্রেও খুব একটা সাফল্য দেখা যাচ্ছে না তার।
১৯২৭ সাল থেকে প্রতি বছরই বর্ষসেরা ব্যক্তি, প্রতিষ্ঠান বা আইডিয়ার নাম ঘোষণা করছে টাইম ম্যাগাজিন। ব্যক্তি-প্রতিষ্ঠানের অর্জন ও কাজের জন্যই তাদের সম্মানিত করা হয়। ২০১৯ সাল থেকে এ তালিকায় আরো কিছু ক্যাটাগরি যুক্ত হয়। সেগুলো হচ্ছে বিজনেসপারসন অব দ্য ইয়ার, এন্টারটেইনার অব দ্য ইয়ার, অ্যাথলেট অব দ্য ইয়ার ও গার্ডিয়ানস অব দ্য ইয়ার।
যুক্তরাষ্ট্রের তারকা বাস্কেটবল খেলোয়াড় লেব্রন জেমসকে বর্ষসেরা ক্রীড়াবিদের খেতাব দিয়েছে টাইম। কে-পপ সেনসেশন বিটিএস জিতেছে বর্ষসেরা এন্টারটেইনারের সম্মান। বর্ষসেরা ব্যবসায়ী হয়েছেন জুমের প্রতিষ্ঠাতা ও সিইও এরিক এস ইউয়ান।
গত বছর জলবায়ু আন্দোলনকারী কিশোরী গ্রেটা থুনবার্গ জিতেছিলেন টাইমের বর্ষসেরা ব্যক্তিত্বের খেতাব। ২০১৬ সালে পেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। মাত্র ১৬ বছর বয়সে সবচেয়ে কমবয়সী বর্ষসেরা ব্যক্তিত্ব হয়েছিলেন তিনি। ২০০৭ সালে বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কর্তৃত্ববাদী শাসকদেরও বর্ষসেরা ব্যক্তিত্বের খেতাব দেয়ায় টাইম সাময়িকীর অনেক সমালোচনাও হয়েছে। অবশ্য গত বছর একটি সম্পাদকীয়তে এ বিষয়টি স্পষ্ট করেছে টাইম। সেখানে বলা হয়, টাইমের বর্ষসেরা ব্যক্তিত্ব কোনো সম্মানজনক পুরস্কার নয়, নয় কোনো এনডোর্সমেন্ট বা জনপ্রিয়তার প্রতিযোগিতা। বড়জোর বৈশ্বিক পলিসি নির্ধারণে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের এক্ষেত্রে বাছাই করা হয়।