জেলার খবর

বঙ্গবন্ধু ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন করেছে ফুলবাড়ীর সরকারি কর্মকর্তা-কর্মচারীরা

ছবি: ভালোসংবাদ
ছবি: ভালোসংবাদ

ফুলবাড়ী: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল শনিবার মানববন্ধন কর্মসূচি পালন করেছে উপজেলা সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
উপজেলা পরিষদ চত্বরে আজ শনিবার (১২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন কর্মসূচি চলাকালে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন।
এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার, বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মাসুদুর রহমান মাসুদ, ইউপি চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, থানার অফিসার ইনচার্জ (ওসি) ফখরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমশের আলী মন্ডল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা ভূঁইয়া, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা সোহেল রানা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইসমাইল হোসেন, সমাজসেবা কর্মকর্তা আখতারুজ্জামান প্রমুখ। মানববন্ধনে সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
এদিকে একইসময় একইভাবে একইস্থানে ফুলবাড়ী বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

সম্পাদনা
ওয়াহিদুল ইসলাম ডিফেন্স

এমন আরো সংবাদ

Back to top button