জেলার খবরহাইলাইটস

নীলফামারীর কিশোরগঞ্জে অদম্য তিন নারীকে জয়িতায় ভূষিত

valo sangbadকিশোরগঞ্জ (নীলফামারী): জীবন থেমে থাকে না। প্রতিনিয়িত জীবনকে পরিস্থিতির সাথে মানিয়ে নিয়ে এগিয়ে যেতে হয়। বইয়ের গল্প বা সিনেমার কাহিনী নয় বাস্তব জীবনে তারা সফল। অদম্য এরকম ৩ জন সফল নারীকে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় হতে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে ভূষিত করে ক্রেষ্ট, সনদ ও মগ বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়।

সমাজ উন্নয়নে অসামান্য অবদান নারী, অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী ও নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা নারী এ ৩ ক্যাটাগরিতে যারা অসামান্য অবদান রেখে নিজে সংগ্রাম করে পদে পদে শত প্রতিকূলতাকে জয় করেছেন। এরকম তিন জন নারীকে বাছাই করা হয়েছে। জীবন সংগ্রামে সাফল্য ও জয় অর্জন করা এ তিন নারী কিশোরগঞ্জ উপজেলার অন্যান্য নারীদের এগিয়ে যাওয়ার আইডল। শ্রেষ্ঠ জয়িতা-২০২০ ভূষিত কিশোরগঞ্জ উপজেলার তিন নারী হলো- সমাজ উন্নয়নে অসামান্য অবদান নারী মোছাঃ মুক্তা বেগম, অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী মোছাঃ রাশেদা বেগম ও নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা নারী মোছাঃ লিপি বেগম। এ তিন নারী শত প্রতিকূলতা ও কষ্ঠ করে সামাজিকভাবে আজ প্রতিষ্ঠিত। সাফল্য আর অর্জন তাদের হাতে ধরা দিয়েছে। সমাজে আজ অনুকরণীয় এ তিন নারী। অদম্য এ তিন নারীর কথা শুনেন শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা ও আলোচনা সভায় উপস্থিত অতিথিবৃন্দ। তাদের বক্তব্যের সময় চোখে মুখে সাফল্যের ঝিলিক দেখা যায়। তাদের সাফল্য আর অদম্য শক্তির কথা শুনে উচ্ছসিত হয় অতিথিগণ।

উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ তিন সফল ও অদম্য নারীদের হাতে ক্রেষ্ট, সনদ ও মগ তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রোকসানা বেগম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোছাঃ শাপলা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাম্মৎ সাবিকুন্নাহার, উপজেলা শিক্ষা অফিসার শরিফা আখতার প্রমুখ। এছাড়া আরও উপস্থিত ছিলেন জয়িতা ভূষিত তিন নারী, বিভিন্ন সরকারী কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক প্রমুখ।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাম্মৎ সাবিকুন্নাহার জানান, অনেক সংগ্রাম করে বর্তমানে তারা সফল নারী। তাদের এ জীবন যুদ্ধের সফলতার স্বীকৃতি স্বরুপ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে ভূষিত করা হয়। তাদের দেখা দেখি অন্য নারীরাও সফলতা অর্জন করবে। নিজে নিজেই হবে একজন জয়িতা নারী।

 

 

সম্পাদনা
আবু হাসান শেখ

এমন আরো সংবাদ

Back to top button