জেলার খবরনারী ও শিশু

ফুলবাড়ীতে বেগম রোকেয়া দিবস পালন

valo sangbadফুলবাড়ী: ‘কমলা রঙের বিশ্বে নারী, বাধায় পথ দিবেই পাড়ি’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে আজ বুধবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে বেলা পৌনে ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজ উদ্দিন।
মহিলা বিষয়দ অধিদপ্তরের সেলাই প্রশিক্ষণার্থী চিত্রা রায়ের সঞ্চালনায প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মন্ডল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজ, হিসাব রক্ষণ কর্মকর্তা ফাতেমা জোহরা, মহিলা ভাইস চেয়ারম্যান নীরু শামসুন্নাহার, ইউপি চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা ভূঁইয়া।
এছাড়াও বক্তব্য রাখেন ফুলবাড়ী প্রেসক্লাবের সহসভাপতি প্রভাষক আজিজুল হক সরকার, ফুলবাড়ী শিক্ষক ঐক্য পরিষদের সদস্য সচিব আব্দুল আলিম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ী এপির প্রোগ্রাম অফিসার প্রদীপ রায়, জয়িতা নাসিমা পারভীন প্রমুখ।
পরে জয়িতা হিসেবে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারি পৌরএলাকার নাসিমা পারভীন, সমাজ উন্নয়নে অবদানকারী উপজেলার আলাদীপুর ইউনিয়নের মমতা রাজবংশী, নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যামী জীবনে এগিয়ে যাওয়া কাজিহাল ইউনিয়নের মো. রাফিকা এবং শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী পৌরএলাকার পশ্চিম গৌরীপাড়া গ্রামের নূরবানু বেগমের হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা পূর্বক ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের অতিথিদ্বয়।
শেষে মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করা হয়।

মাধ্যম
ওয়াহিদুল ইসলাম ডিফেন্স

এমন আরো সংবাদ

Back to top button