দেশহাইলাইটস

লক্ষিত উপকারভোগী হতদরিদ্র ২ শত ২৫ পরিবার পেল বকনা গরু

ছবি: ভালো সংবাদ
ছবি: ভালো সংবাদ

কিশোরগঞ্জ (নীলফামারী): লক্ষিত উপকারভোগী হতদরিদ্র ২ শত ২৫ পরিবার পেল বকনা গরু৷ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ৫ টি ইউনিয়নের উপকারভোগীদের মাঝে আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ গরুগুলো বিতরণ করে  ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কিশোরগঞ্জ এরিয়া প্রোগ্ৰাম৷

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এন্ট্রিগ্রেটেড লাইভলিহুড টেকনিক্যাল প্রোগ্রামের আয়োজনে বকনা গরু বিতরণ অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ এপি ম্যানেজার পিকিং চাম্বুং৷ আনুষ্ঠানিকভাবে বকনা গরু বিতরণ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রোকসানা বেগম৷ উপস্থিত ছিলেন
এমপি প্রতিনিধি ও উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোঃ রেজাউল আলম স্বপন, উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা মাহফুজার রহমান, চাঁদখানা ইউপি চেয়ারম্যান হাফিজার রহমান হাফি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কিশোরগঞ্জ এরিয়া প্রোগ্ৰামের শ্যামল মন্ডল, আমজাদ হোসেন, সাংবাদিকবৃন্দ প্রমূখ৷
সম্পাদনা
আবু হাসান শেখ

এমন আরো সংবাদ

Back to top button