জেলার খবর

জয়পুরহাটে ২য় দিনে এন্টিজেন্ট করোনা টেস্ট ১৮, সনাক্ত ৩

ছবি: ভালো সংবাদ
ছবি: ভালো সংবাদ

জয়পুরহাট: শনিবার থেকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে শুরু হয়েছে এন্টিজেন্ট করোনা টেস্ট। মাত্র ১৫ থেকে ২০ মিনিটেই পাওয়া যাচ্ছে ফলাফল। প্রথম দিনে ৯জনের নমুনা টেস্টে ৯জনেরই নেগেটিভ ফলাফল আসলেও ২য় দিনে ১৮ টেস্টের মধ্যে ৩টি কভিড-১৯ পজিটিভ এসেছে। চিকিৎসকরা জানান, যাদের নমুনা নেগেটিভ এসেছে তাদেরটা অধিকতর নিশ্চিত হওয়ার জন্য রাজশাহীর পিসিআর ল্যাবে পাঠানো হচ্ছে। মাত্র ১শ টাকা ফি নিয়েই এন্টিজেন্ট এবং পিসিআর টেস্ট করা হচ্ছে।

জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডাঃ সাইফুল ইসলাম জানান, জ¦র, সর্দি, কাশির ৫ থেকে ৭দিনের মধ্যে এন্টিজেন্ট টেস্ট ফলাফল পাওয়া যায় এর বেশি হলে ফলাফল আসেনা সেক্ষেত্রে পিসিআর ল্যাবে পজিটিভ ফলাফল আসবে সুতরাং সব নেগেটিভ নমুনাগুলোকে পিসিআর ল্যাবে পাঠানো হচ্ছে বলে জানান তিনি।

ভালো সংবাদের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

মাধ্যম
এস এম শফিকুল ইসলাম

এমন আরো সংবাদ

Back to top button