রাজনীতি

আদমদীঘিতে তারেক রহমানের ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে মাস্ক বিতরণ

ছবি: ভালো সংবাদ
ছবি: ভালো সংবাদ

আদমদীঘি (বগুড়া): বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকতের সার্বিক তত্বাবধানে আদমদীঘি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মহিত তালুকদারের ব্যক্তিগত উদ্যোগে করোনা সংক্রমনে কোভিড-১৯ সুরক্ষা মাস্ক বিতরন করা হয়। রবিবার বেলা ১১টায় উপজেলার কালাইকুঁড়ি গ্রামের জি এম এ্যাকোয়া কালচার লি: এর প্রাঙ্গনে আদমদীঘি উপজেলা ৬টি ইউনিয়ন ও ১টি পৌর সভার নেতা-কর্মীদের ম্যাধমে সাধারন মানুষের মাঝে ১০ হাজার মাস্ক বিতরন করেন আদমদীঘি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন ছাতিয়ানগ্রাম ইউনিয়ন বিএনপির নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা, তালোড়া পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর চেয়ারম্যান আব্দুল জলিল মন্ডল, আদমদীঘি উপজেলা বিএনপির নেতা বুলবুল ফারুক, গোলাম মোস্তফা, ইউনুস আলী দুলাল, শ্রমিকদল নেতা কাররুল হাসান মধু, শহিদুল ইসলাম, বিএনপির নেতা ইকবাল হোসেন, যুবদল নেতা মামুনুর রশিদ মামুন, আতোয়ার হোসেন, সাবেক ছাত্রদল নেতা কে এম মুকুল, রিয়নসহ অসংখ্য নেতা-কর্মীরা।

সম্পাদনা
সাগর খান

এমন আরো সংবাদ

Back to top button