জেলার খবর
জয়পুরহাটে গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের সম্মেলন ও কাউন্সিল অধিবেশন
জয়পুরহাট: বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন জয়পুরহাট জেলা শাখার সম্মেলন ও অধিবেশন-২০২০ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে জয়পুরহাট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সম্মেলনে পাঁচবিবি উপজেলা শাখার সভাপতি আকবর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ইশরাত ফারজানা, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এসএম সোলায়মান আলী, কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য সচিব নন্দলাল পার্শী, বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের চেয়ারম্যান মস্তফা কামাল প্রমূখ।
শেষে আগামী ৩ বৎসরের জন্য গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন জয়পুরহাট জেলা শাখার ইলিয়াছ হোসেনকে সভাপতি, রুহুল আমীনকে সহ-সভাপতি, দেলোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক ও সাইফুল ইসলামকে যুগ্ম সাধারণ সম্পাদক সহ ১১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি নির্বাচিত করেন।