সাহিত্য

রকিবুল ইসলাম মুকুলের উপন্যাস ‘শিশমহল’

valo sangbadশুধু অমর একুশে  গ্রন্থমেলা নয়, পাঠক তৈরি ও বিপর্যস্ত সমাজকে সংস্কৃতিচর্চার সঙ্গে রাখার আন্দোলনে সারা বছর বই প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন দেশের দায়িত্বশীল প্রকাশকেরা। এরই অংশ হিসেবে প্রকাশিত হলো কথাসাহিত্যিক ও সাংবাদিক রকিবুল ইসলাম মুকুলের জীবনমুখী উপন্যাস ‘শিশমহল’। উপন্যাসটি প্রকাশ করেছে অনন্যা। প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ।  সমকালীন এ উপন্যাসে করোনা মহামারিকালে মানুষের মনস্তত্ত্ব, ঘরবন্দি জীবন থেকে সামাজিক অবক্ষয়, অস্থিরতা ইত্যাদি বিষয় উঠে এসেছে। উপন্যাসে গ্রাম থেকে শহর, শহর থেকে গ্লোবাল ভিলেজ, শেকড়ের টান, সামাজিক দায়বদ্ধতা, প্রাপ্তি-অপ্রাপ্তি থেকে শুরু করে মনোজগতে ঘটে যাওয়া দহনকালের বর্ণনা তুলে এনেছেন ঔপন্যাসিক।

প্রকৃতি ও প্রাণীর সঙ্গে বেড়ে ওঠা অধ্যাপক জয়েন উদ্দিনের। উঠানে খড়ের পুঞ্জ, গোয়ালঘরে গরু-ছাগলের লাদি থেকে ভেসে আসা গ্রামীণ সুবাস। পাশেই  শিম, শসা ও লাউয়ের মাচা, তালপুকুর, বিস্তীর্ণ ধানক্ষেতে জমে থাকা টলটলে জলে খুদে পানার সবুজের মধ্য থেকে ভুরভুর করে উঠে আসা বুদবুদ। সেখানে দলবেঁধে সাঁতার কাটে টাকি-পুঁটি ও খলসে-মলা মাছ। জয়েন উদ্দিন খেতখামারের আল ধরে হাঁটেন, ফুসফুস ভরে নেয় বিশুদ্ধ অক্সিজেন। শতবর্ষী ছাইতন গাছের গোড়ায় হেলান দিয়ে বসে স্মৃতির জাবর কাটে। জয়েন উদ্দিনের পরিবারের প্রেম-বিরহ, সংকট, উত্থান ও পতনের চেনা গল্পটা আবর্তিত হয় গ্রাম থেকে শহরে। সমাজবদলের স্বপ্নে বিভোর জয়েন উদ্দিনের চোখের সামনেই ঘটতে থাকে একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। চরম মানসিক অস্থিরতা, হতাশা, লোভ আর বিকৃতিতে ভরা সমাজের মানুষগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, মেকি সভ্যতার কাচের প্রাসাদ বা শিশমহল ভেঙে খানখান হয়ে যাওয়ার দৃশ্যাবলী।

শিশমহলের কাহিনি আবর্তিত হয় একজন অধ্যাপক জয়েন উদ্দিন ও তার আশপাশের পরিবারের চিরচেনা সাদামাটা দৈনন্দিন ঘটনাগুলো নিয়ে। মধ্যবিত্ত পরিবারগুলোর টানাপোড়েনের নিখুঁত ব্যবচ্ছেদের উপন্যাস শিশমহল এরই মধ্যে পাওয়া যাচ্ছে রকমারি ডটকমসহ দেশের বই বিপণনকারী অনলাইন স্টোরগুলোতে। ১১২ পৃষ্ঠার উপন্যাসটির মূল্য ২০০ টাকা।

প্রকাশক মনিরুল হক বলেন, ‘সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষের হাতে  বছরব্যাপী নতুন বই তুলে দিতে চাই। বই যেমন মানুষের মনের খোরাক মেটায়, তেমনি বই সমাজ গড়ে। মানুষের মনের চোখ খুলে দেয়। মানুষকে উদ্দীপ্ত করে, আলোকিত করে। সামাজিক অবক্ষয়ের চরম এই ক্রান্তিকালে মানুষের হাতে বই তুলে দিতে পারলে সমাজ আবার পুরোনো আলোয় উদ্ভাসিত হয়ে উঠবে। রকিবুল ইসলাম মুকুল প্রতিশ্রুতিশীল লেখক। তাঁর শিশমহল উপন্যাসটি পাঠকপ্রিয় হবে বলে আমার বিশ্বাস।

এমন আরো সংবাদ

Back to top button