জেলার খবর

দাউদকান্দির গৌরীপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা

এবং টিন দেয়ার ঘোষণা উপজেলা চেয়ারম্যানের

দাউদকান্দির গৌরীপুর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শণ করেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভূইয়া।
দাউদকান্দির গৌরীপুর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শণ করেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভূইয়া।

কুমিল্লার সেরা বাজার দাউদকান্দির গৌরীপুরে ২৭ নভেম্বর শুক্রবার ভোর ৩টা ৫ মিনিটে এক অগ্নিকাণ্ড ঘটে। অগ্নিকাণ্ডে ২৩ টি দোকানের প্রায় ৪ কোটি টাকার সম্পদ ভষ্মিভূত হয়েছে বলে দোকানাদার এবং ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়। এই অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত দোকানীদের আর্থিক সহায়তা এবং টিন দেয়ার ঘোষণা দিয়েছেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন। তিনি বর্তমানে দেশের অভ্যন্তরে একটি বিশেষ সফরে রয়েছেন। সেই সফর থেকে ফিরেই এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে গণমাধ্যমকে টেলিফোনে জানান তিনি।

এর আগে দুপুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শণ করে দোকানীদের আর্থিক সহায়তার আশ্বাস দেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভূইয়া। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান, দাউদকান্দি সার্কেলের সহকারি পুলিশ সুপার আবু সালাম চৌধুরী, দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম প্রমুখ।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ২ ঘন্টা অক্লান্ত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রাপাত খাবারের হোটেল থেকে হয়েছে বলে ধারনা করা হচ্ছে। গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যদের জোর তৎপরতায় এলাকায় কোন রকম লুটপাট হতে পারেনি।

জানা যায়, গৌরীপুর বাজারের হোমনা-গৌরীপুর সড়কের পশ্চিম পাশের্^ গভীর রাতে আগুন লাগায় ঘুমন্ত অবস্থায় কেউ কিছু বুঝার আগেই আগুনের লেলিহান শিখা কার্তিকের কনফেকশনারির দোকান, চোখের ডাক্তার এম এ বাসেতের চেম্বার ও চশমার দোকান, মাজহারুলের চাউলের দোকান, ফারুক সরকারের চাউলের দোকান, আলাউদ্দীনের ফ্রীজের দোকান, সফিউল্লাহর হোমিও ওষুধের দোকান, আবুল কাশেম ভূইয়ার খাবারের হোটেলসহ অনেকগুলো খাবারের হোটেল, গোটা চাউলবাজার ও ফার্মেসি এলাকা গ্রাস করে ফেলে। স্বর্বস্ব হারিয়ে ক্ষতিগ্রস্ত দোকানদাররা কান্নায় ভেঙ্গে পড়ে।

এমন আরো সংবাদ

Back to top button