জেলার খবর

কুড়িগ্রামের উলিপুরে বন্যার্ত ক্ষতিগ্রস্থদের ‘নারীর মর্যাদা সুরক্ষা কিটস’ বিতরণ

valo sangbadকুড়িগ্রামের উলিপুরে নারী এ্যাসোসিয়েট ফর রিভাইভাল এন্ড ইনিশিয়েটিভ- নারী সংগঠনের বাস্তবায়নে ইউএনএফপিএ এবং এ্যাক্শন এইড বাংলাদেশের অর্থায়নে ‘এ্যান্টিসিপেটরি এ্যাকশন ফ্রেমওয়ার্ক পাইলট প্রজেক্ট’- এর মাধ্যমে হাতিয়া ইউনিয়নের বন্যা কবলিত ২’শ ৫০ পবিরারের নারী সদস্যদের মাঝে ত্রাণ সামগ্রী হিসাবে ‘নারীর মর্যাদা সুরক্ষা কিটস’ বিতরণ করেছে। শুক্রবার  উপজেলার হাতিয়া ইউনিয়নের বাগুয়া অনন্তপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে হাইজিন কিটস সামগ্রী বিতরনের সময় উপস্থিত ছিলেন, নারী এ্যাসোসিয়েট ফর রিভাইভাল এন্ড ইনিশিয়েটিভ- নারী সংগঠনের সভাপতি ছবি বেগম সহ সংগঠনটির নির্বাহী পরিচালক রংপুর বিভাগের সফল নারী উদ্যোক্তা ফরিদা ইয়াসমীন।
নারীর মর্যাদা সুরক্ষা কিটস- এর একটি প্যাকেজে জনপ্রতি ঢাকনা সহ একটি বালতি সহ ১টি শাড়ি, ২টি গামছা, ২টি গোসলের  সাবান, ২টি কাপড় কাঁচা সাবান, ১টি নারিকেল তেল, ১টি নেইল কার্টার, ৬টি মাসিকের সময় ব্যবহারের কাপড়, ৩টি মাসিকের সময় ব্যবহারের প্যান্টি, ১ জোড়া স্যান্ডেল, ১টি চিরুনি, ১টি কটন ব্যাগ, ১টি টুথ ব্রাশ, ১টি টুথ পেস্ট ও ১টি হ্যান্ড স্যানিটাইজার।
সম্পাদনা
জে এম আলী নয়ন

এমন আরো সংবাদ

Back to top button