এন্টারটেইনমেন্ট

শিল্পকলা একাডেমিতে বারী সিদ্দিকী স্মরণ

valo sangbadপ্রয়াত কণ্ঠশিল্পী বারী সিদ্দিকী স্মরণে বারী সিদ্দিকী স্মৃতি পরিষদের পক্ষ থেকে প্রয়াত শিল্পীর জন্মদিন উপলক্ষ্যে স্মৃতিচারণ, গুণীজন সম্মাননা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যশালা মিলনায়তনে আগামী ২৮ নভেম্বর, ২০২০ শনিবার বিকেল ৫টায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিল্পপতি ফিরোজ হায়দার খান, ব্যবস্থাপনা পরিচালক, ফিরোজ গ্রুপ। বিশেষ অতিথি থাকবেন বরেন্য গীতিকার শহীদুল্লাহ ফরায়জী, হাসান মতিউর রহমান, দেলোয়ার আরজু দা শরফ, কন্ঠশিল্পী রবি চৌধুরী, খন্দকার মহিউদ্দিন, মো: সেলিম রেজা ও প্রফেসর জে আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চলচ্চিত্র অভিনেতা ডি.এ তায়েব, প্রধান উপদেষ্টা বারী সিদ্দিকী স্মৃতি পরিষদ।
অনুষ্ঠান উদ্বোধন করবেন শিল্পপতি এ আর খান আখিঁর। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন জনপ্রিয় শিল্পী শফি মন্ডল, শাহনাজ বেলী, আলম আরা মিনু, ফকির শাহাবুদ্দিন, রক্সি আহমেদ, আশরাফ উদস, মুজিব পরদেশি, পথিক হাসান, বিন্দু কনা, গামছা পলাশ, প্রিন্স আলমগীর সহ আরো অনেক।

এমন আরো সংবাদ

Back to top button