প্রবাসহাইলাইটস

পর্তুগালের গোল্ডেন ভিসার যুগ শেষ হতে চলেছে!

hপর্তুগালে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে ২০১২ সালে পর্তুগীজ সরকার গোল্ডেন ভিসা প্রোগ্রাম চালু করেছিল। এই ক্যাটাগরিতে ২০২০ সাল পর্যন্ত প্রায় ৬৫০০ জন বিনিয়োগকারী দেশটিতে অর্থ লগ্নি করেছে যার ফলে অর্থনীতিতে যোগ হয়েছে প্রায় ৫ বিলিয়ন ইউরো।  গোল্ডেন ভিসায় যারা পর্তুগালে বিনিয়োগ করার কথা ভাবছেন তাদের জন্য দুঃসংবাদ হচ্ছে পর্তুগীজ সরকার গত ফেব্রুয়ারী মাসে এই আইনটির সংশোধনী অনুমোদন করেছে। যদি এই সংশোধনী কার্যকর হয় তাহলে বিনিয়োগকারীদের বিভিন্ন বিধিনিষেধের মধ্যে পড়তে হবে। বিশেষ করে পর্তুগালের বড় শহর লিসবন, ফর্তো এবং আলগ্রারভ অঞ্চলে সম্পত্তি ক্রয়ের উপর।  আরেকটি বড় পরিবর্তন আসতে পারে বিনিয়োগকৃত অর্থের পরিমাপে। যেমন বর্তমানে সমগ্র পর্তুগালের জন্য ৫শ হাজার ইউরো এবং আলগ্রারভ অঞ্চলে ৪শ হাজার ইউরো যদি কেউ রিয়েল এস্টেটে বিনিয়োগ করে কিন্তু নতুন সংশোধিত আইনে এই অংক বাড়বে।
তাছাড়া সাম্প্রতিক সময়ে ইউরোপীয় ইউনিউনে ইউরোপের বিভিন্ন দেশে প্রচলিত গোল্ডেন ভিসা বা ইনভেষ্টমেণ্ট ভিসার বিষয়ে কঠোর মনোভাব পোষণ করা হয়েছে। ইউরোপীয় নেতারা এটিকে কালো টাকা সাদা করনের মাধ্যমে এবং এটির মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা হুমকির মুখে বলে দাবি করেন। তাই অতি দ্রুত এই ব্যবস্থা থেকে ফিরে আসার জন্য সকলে ঐক্যমত পোষন করেন।

ভালো সংবাদের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

এমন আরো সংবাদ

Back to top button