জেলার খবর

রাজীবপুরে ভূমি ও গৃহহীনদের পূনর্বাসনের  কাজের উদ্বোধন

ভালো সংবাদরাজীবপুর (কুড়িগ্রাম): রাজীবপুর উপজেলায়  মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমি ও গৃহহীনদের পুনর্বাসন আশ্রায়ন প্রকল্প-২ এর আওতায় গৃহ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার  বিকেলে সদর ইউনিয়নের  মরিচাকান্দি গ্রামে গৃহ নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আকবর হোসেন হিরো এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলা প্রকৌশলী মাদুসার রহমান, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুল আলম বাদল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুব্রত দাস, কানুনগো তোফাজ্জেল হোসেনসহ স্থানীয়রা ব্যক্তিবর্গ।
রাজীবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীরুল ইসলাম জানান সাংবাদিকদের জানা,৮৬ শতাংশ খাস জমির উপর নতুন একটি আশ্রয় কেন্দ্রে নির্মান করা হবে।এখানে ৪০টি পরিবারকে পুনর্বাসন দেয়া হবে।  ইতোমধ্যে ‘ক’ শ্রেণীর ৩০০টি পরিবারের তালিকা চুড়ান্ত করা হয়েছে, যাদের মুজিব বর্ষে পুনর্বাসন দেয়া হবে।
সম্পাদনা
রুহুল সরকার  

এমন আরো সংবাদ

Back to top button