শিক্ষা
মধ্যপাড়ায় জিটিসি’র উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান
ফুলবাড়ী: দিনাজপুরের ফুলবাড়ী পার্শ্ববর্তী মধ্যপাড়া পাথরখনির ঠিকাদারীপ্রতিষ্ঠান জার্মানীয়া ট্রেস্ট কনসোর্টিয়ামের (জিটিসি) উদ্যোগে খনির কর্মরত শ্রমিকদের ৫২জন শিক্ষার্থী সন্তানের মাঝে শিক্ষা সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার সকাল ১০টায় খনির অপজিটে অবস্থিত সমাজ কল্যাণ সংস্থা জিটিসি চ্যারিটি হোম কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে শিক্ষা সহায়তা প্রদান করেন জিটিসি’র নির্বাহী পরিচালক মো. জাবেদ সিদ্দিকী। এসময় উপস্থিত ছিলেন চীফ অব সিকিউরিটি এন্ড ওয়েল ফেয়ার মেজর (অব.) এম এ রাজ্জাক, হরিরামপুর ইউপি চেয়ারম্যান মো. মাসুদুর রহমান শাহ, জিটিসি’র উপ-মহাব্যবস্থাপক মুস্তাক আহম্মেদ খান, এ,জে,এম আব্দুল ওয়াহেদ, মো. জাহিদ হোসেন প্রমুখ।
এছাড়াও খনি এলাকায় অবস্থিত নন এমপিও ভুক্ত মধ্যপাড়া মহাবিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের মাঝে চলতি মাসের আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।