জেলার খবর

সান্তাহারে সাজাপ্রাপ্ত নারী আসামী গ্রেফতার

ভালো সংবাদআদমদীঘি: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার টাউন ফাঁড়ির পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলার এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী কে গ্রেফতার করেছে। গত সোমবার সন্ধ্যায় সান্তাহার টাউন ফাঁড়ির টিএসআই আব্দুল ওয়াদুদ, এএসআই রুস্তম ফারুকসহ সঙ্গীয় র্ফোস নিয়ে দিনাজপুর জেলার হিলির মধ্য বাসুদেবপুর গ্রাম থেকে ওই নারীকে গ্রেফতার করে।
সান্তাহার টাউন ফাঁড়ির ইনচার্জ আনিসুর রহমান জানায়, বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের দমদমা গ্রামের আমজাদ হোসেনের তালাক প্রাপ্ত স্ত্রী আয়েশা খাতুন (৫৫) এর বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের মাদক মামলার আদালত কর্তৃক দন্ডাদেশ হওয়ার পর থেকে সে পলাতক ছিল। পুলিশ মঙ্গলবার গ্রেফতারকৃত আয়শা খাতুন কে বগুড়া জেলা কারাগারে পাঠিয়েছে।

সম্পাদনা
সাগর খান

এমন আরো সংবাদ

Back to top button