জেলার খবর

কিশোরগঞ্জ প্রেসক্লাব সদস্যদের নিয়ে কোভিড-১৯ স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে কর্মশালা

valo sangbadকিশোরগঞ্জ (নীলফামারী): নীলফামারী কিশোরগঞ্জ উপজেলায় স্থানীয় প্রেস ক্লাব সদস্যদের নিয়ে কোভিড-১৯ স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকালে স্থানীয় প্রেস ক্লাব সদস্যদের নিয়ে কোভিড-১৯ স্বাস্থ্য সুরক্ষা, ভ্রান্ত ধারণা, সেক্সচুয়াল এন্ড জেন্ডার ভিত্তিক সহিংসতা,জেন্ডার সমতার উপর সঠিক রিপোর্ট রাইটিংয়ের উপর ধারণা দেয়া হয় এ কমর্শশালায়।
প্রেস ক্লাব হলরুমে প্রেসক্লাবের আহবায়ক আবু হাসান শেখের সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাভিশন টেলিভিশনের উত্তরাঞ্চল প্রতিনিধি জুয়েল আহম্মেদ, বরেণ্য অতিথি ছিলেন বেগম রোকেয়া কলেজের সহকারী অধ্যাপক লায়ন মোঃ আজাহারুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন ল্যাম্ব শো প্রোগ্রামের টেকনিক্যাল কো-অর্ডিনেটর নজরুল ইসলাম। বক্তব্য রাখেন প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ রংপুর হেলথ্ ষ্পেশালিষ্ট মাহফুজার রহমান, প্রেস ক্লাবের যুগ্ম আহবায়ক ও আমাদের নতুন সময়,এশিয়ান এইজ প্রতিনিধি কে এম শাকীর, ইত্তেফাক প্রতিনিধি শামীম হোসেন বাবু প্রমুখ। ল্যাম্ব শো-২ প্রকল্পের কমিউনিকেশন কো-অর্ডিনেটর কাজল কুমার রায় কর্মশালটি সঞ্চালনা করেন। এটির আয়োজন করে প্লান বাংলাদেশের ল্যাম্ব শো-২।

 

ভালো সংবাদের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

মাধ্যম
আবু হাসান শেখ

এমন আরো সংবাদ

Back to top button