ফুলবাড়ী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আতাউল্লাহ’র মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা
ফুলবাড়ী (দিনাজপুর): ফুলবাড়ী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আতাউল্লাহ আনসারী আতা’র ১৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে গতকাল সোমবার স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী প্রেসক্লাবে আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির অন্যতম জ্যৈষ্ঠ সদস্য দৈনিক দেশ মা পত্রিকার যুগ্ম সম্পাদক মো. আব্দুল কাইয়ুম।
ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্সের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফুলবাড়ী প্রেসক্লাবের সহ সভাপতি দৈনিক সমকাল সংবাদদাতা প্রভাষক আজিজুল হক সরকার, সাংগঠনিক সম্পাদক মাইটিভি প্রতিনিধি ফিজারুল ইসলাম ভুট্টু, তথ্য ও প্রযুক্তি (আইটি) সম্পাদক দৈনিক আজকালের খবর প্রতিনিধি এবং দৈনিক দেশ মা পত্রিকার যুগ্ম বার্তা সম্পাদক প্লাবন শুভ, দফতর সম্পাদক দৈনিক নবরাজ প্রতিনিধি আল আমিন, প্রচার সম্পাদক আমাদের কণ্ঠ প্রতিনিধি আল হেলাল চৌধুরী, প্রকাশনা সম্পাদক দৈনিক নওরোজ প্রতিনিধি মোশাররফ হোসেন, সদস্য দৈনিক তিস্তা প্রতিনিধি মোর্কারম হোসেন প্রমুখ।
সভার শুরুতে মরহুম আতাউল্লাহ আনসারী আতা’র আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।