দেশ

আজ ভয়াবহ সিডর দিবস 

ভালো সংবাদআজ ১৫ নভেম্বর। ১২ বছর আগে ২০০৭ সালের এই দিনে দেশের দক্ষিণাঞ্চলীয় উপকূলে আঘাত হেনেছিলো সুপার সাইক্লোন সিডর। কেড়ে নিয়েছিল হাজার হাজার মানুষ ও পশু-পাখির প্রাণ। নষ্ট হয়েছে হাজার হাজার হেক্টর ফসলের জমি, ক্ষতি হয়েছে গাছপালার। বিধ্বস্ত হয়েছে ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা স্থাপনা। মৃত্যু ভাসিয়ে নিয়েছে আপনজনদের। সিডরের ১২ বছর পরও সেই ক্ষতি পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি উপকূলবাসী।
উপকূলীয় এলাকার ১২ জেলায় সুপার সাইক্লোন সিডর আঘাত হেনেছিল। এরমধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল বরগুনা, পটুয়াখালী, বাগেরহাট ও পিরোজপুর জেলা। ঘূর্ণিঝড়টি তাণ্ডব চালিয়েছিল ঝালকাঠি, সাতক্ষীরা, খুলনা, গোপালগঞ্জ, মাদারীপুর, শরিতপুর, বরিশাল ও ভোলাতেও। সরকারি হিসেব অনুযায়ী সিডরে নিহতের সংখ্যা ৩ হাজার ৪০৬ জন, নিখোঁজ ১ হাজার ৩ জন ও মারাত্মক আহত ৫৫ হাজার।
সম্পাদনা
শেখ আল মামুন

এমন আরো সংবাদ

Back to top button