দেশ
আজ ভয়াবহ সিডর দিবস

উপকূলীয় এলাকার ১২ জেলায় সুপার সাইক্লোন সিডর আঘাত হেনেছিল। এরমধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল বরগুনা, পটুয়াখালী, বাগেরহাট ও পিরোজপুর জেলা। ঘূর্ণিঝড়টি তাণ্ডব চালিয়েছিল ঝালকাঠি, সাতক্ষীরা, খুলনা, গোপালগঞ্জ, মাদারীপুর, শরিতপুর, বরিশাল ও ভোলাতেও। সরকারি হিসেব অনুযায়ী সিডরে নিহতের সংখ্যা ৩ হাজার ৪০৬ জন, নিখোঁজ ১ হাজার ৩ জন ও মারাত্মক আহত ৫৫ হাজার।