ঢাকায় বাড়তে পারে তাপমাত্রা
ঢাকার তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ রোববার আবহাওয়া অধিদপ্তর এক পূর্বাভাসের মাধ্যম এ তথ্য জানিয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, গতকালের চেয়ে আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২২ দশমিক ৫০ ডিগ্রি সেলসিয়াস। এদিকে আজ সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ পরিষ্কার থাকতে পারে। আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় আট থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ঢাকায় আজ সূর্যাস্ত ৫টা ১২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৬টা ১৫ মিনিটে। এদিকে গত ২৪ ঘণ্টায় পঞ্চগড়ের তেঁতুলিয়াল সর্বোচ্চ তাপমাত্রা ৩২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, এবং সীতাকুণ্ডু ও ফেনীতে সর্বোচ্চ ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।