ক্ষেতলালে বিশ্ব ডায়াবেটিক দিবস উপলক্ষে ফ্রি ক্যাম্পেইন অনুষ্ঠিত
ক্ষেতলাল (জয়পুরহাট): জয়পুরহাটের ক্ষেতলালে বিশ্ব ডায়াবেটিক দিবস উপলক্ষে ফ্রি ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ নভেম্বর শনিবার সকালে ক্ষেতলাল ডায়াবেটিক সমিতির আয়োজনে উপজেলা কেন্দ্রীয় মসজিদের সামনে মানব বন্ধন শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সভা কক্ষে “দি নার্স এন্ড ডায়াবেটিস” ব্যানারে উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম আবু সুফিয়ান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, বিশেষ অতিথি ক্ষেতলাল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল, পৌর মেয়র সিরাজুল ইসলাম বুলু, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মজিদ মোল্লা, প্রধান আলোচক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আতাউর রহমান, ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন চৌধুরী।
এ সময় আরো উপস্থিত ছিলেন ক্ষেতলাল সরকারি সাঈদ আলতাফুন্নেছা কলেজে এর সাবেক অধ্যক্ষ হাফিজুর রহমান, জেলা পরিষদের সদস্য আব্দুল হান্নান মিঠু, জিন্নাতুন নেছা, ডা. জোবায়ের মোহাম্মদ আল ফয়সাল, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের ব্যক্তিগত রাজনৈতিক সহকারী এ্যাড. এসএম মোরশেদ রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আজাহার আলী ও আব্দুল গণি,ক্ষেতলাল পরিবার পরিকল্পনা পরিদর্শক মামুনুর রশিদ, কানাইপুকুর পাখি কলোনীর সভাপতি মোহসিনা বেগম, অনলাইন রক্তদান কর্মসূচীর আহ্বায়ক ফেরদৌসী রানা চৌধুরী সহ স্থানীয় সাংবাদিক বৃন্দ।