জেলার খবর
ক্ষেতলালে হুইপ স্বপনের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
ক্ষেতলাল (জয়পুরহাট): জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মজিদ মোল্লার আহবানে বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি সস্ত্রীক করোনা আক্রান্ত হওয়ায় তার জন্য বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল এর আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পিপি এ্যাড: নৃপেন্দ্র নাথ মন্ডল, ক্ষেতলাল পৌর মেয়র সিরাজুল ইসলাম বুলসহ ইউপি চেয়ারম্যানগণ ও সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। সকলে হুইপ স্বপনের করোনা রোগ মুক্তি কামনা করেন।