জয়পুরহাট: জয়পুরহাটের কালাই উপজেলায় ২০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে আলুর বীজ বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে কালাই সরকারি ময়েন উদ্দিন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে জেলা কৃষক লীগ এ বীজ বিতরণ করেন। কালাই উপজেলা কৃষক লীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মনিশ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কৃষক লীগের সভাপতি এ্যাড. ফিরোজা চৌধুরী, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জালাল সরকার, ক্ষেতলাল উপজেলা কৃষক লীগের আহবায়ক আনোয়ার হোসেন ও আক্কেলপুর উপজেলা কৃষক লীগের আহবায়ক জিয়াউল হক জিয়া। অনুষ্ঠানে প্রতিজন কৃষককে ১০ কেজি করে বিনা মূল্যে আলুর বীজ বিতরণ করা হয়।
এমন আরো সংবাদ

জুলাই আন্দোলন নিয়ে ‘জাতিসংঘের প্রতিবেদন’ পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করবে বিএনপি: এ্যানি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৫ ১৪:২৩