জেলার খবর

নির্বাচনকে ঘিরে বগুড়া পুলিশ সুপারের মতবিনিময় সভা

dআদমদীঘি (বগুড়া): আসন্ন বগুড়ার সান্তাহার পৌরসভার নির্বাচনকে ঘিরে জেলা পুলিশ সুপার উপজেলা আওয়ামীলীগ নের্তৃবৃন্দের সাথে এক মত বিনিময় সভা করেছেন। বুধবার আদমদীঘি উপজেলা চত্বরে বেলা ১২টায় আদমদীঘি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজুর সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভ্ঞুা। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আসন্ন সান্তাহার পৌরসভা নির্বাচনে যাতে কোন প্রকার বিশৃংখা সৃষ্টি না হয় সেই দিকে দলমত নির্বিশেষে সকলকে অগ্রণী ভুমিকা রাখতে হবে। আইন শৃংখলা বাহিনী শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সব সময় মাঠে থাকবে। মত বিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহবকারি পুলিশ সুপার কে,এইচ,এম এরশাদ, থানার অফিসার ইনর্চাজ জালাল উদ্দীন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু রেজা খান, যুগ্ম সম্পাদক আশরাফুল ইসলাম মুন্টু, ইউপি চেয়ারম্যান এ্যাডঃ সামছুল হক সাম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সংরক্ষিত সদস্য আলহাজ্ব মনজু আরা বেগম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, উপজেলা আওয়ামীলীগ নেতা জাহিদ হাসান পিয়াল, নাজিমুল হুদা খন্দকার, রফিকুল ইসলাম, মিহির কুমার সরকার প্রমূখ।

সম্পাদনা
সাগর খান

এমন আরো সংবাদ

Back to top button