ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ভাঙাড়ির দোকান থেকে একটি মর্টার শেল উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে পৌরশহরের বাইপাস সড়কের নারায়ণপুর এলাকায় ‘ভাঙাড়ি স্টোর’ নামে একটি দোকানে ওই মর্টার শেলটি পাওয়া গেছে। ওই মর্টার শেলটি এক মণ ওজনের। ভাঙাড়ি স্টোরের মালিক মো. আলমগীর হোসেন বলেন, আখাউড়া- লাকসাম রেলপথ উন্নয়নকাজের এক শ্রমিক ওই মর্টার শেলটি নিয়ে আসে। এ সময় ভাঙাড়ি দোকানের এক কর্মচারী কিনে রাখেন। বুধবার সকালে ভাঙাড়ি স্টোরে এসে মর্টার শেলটি তিনি দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
স্থানীয় বাসিন্দা, ভাঙাড়ি স্টোর মালিক ও কর্মচারীদের দাবি– বিষয়টি না বুঝতে পারায় লোহা মনে করে অবিস্ফোরিত মর্টার শেলটি কিনে রাখা হয়েছে। তবে জানমাল নিরাপত্তায় শেলটি নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার জন্য পুলিশের হস্তক্ষেপ কামনা করছেন। আখাউড়া থানার ওসি রসুল আহমদ নিজামি জানান, লোহা মনে করে অবিস্ফোরিত মর্টার শেলটি ওই দোকান কর্মচারী কিনেছেন। নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে। ওটি ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধে পাকবাহিনীর নিক্ষেপ করা মর্টার শেল। এ ঘটনায় কুমিল্লা বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দেয়া হয়েছে বলে জানান ওসি।