টানটান উত্তেজনার মধ্যেই আজ মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে ভারতের বিহার রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা। গণনা শুরুর প্রাথমিক পর্যায়ে দেখা গেছে কংগ্রেস-আরজেডি নেতৃত্বাধীন মহাজোট এবং বিজেপি ও জেডিইউ নেতৃত্বাধীন এনডিএ জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে।
এই ভোটে একদিকে রয়েছেন রাষ্ট্রীয় জনতা দল-আরজেডির নেতা তেজস্বী যাদব, অন্যদিকে জনতা দল (ইউনাইটেড)-জেডিইউ নেতা নীতিশ কুমার। রয়েছেন লোক জনশক্তি পার্টির (এলজেপি) চিরাগ পাসোয়ান। মূলত এই তিন নেতার ভোটভাগ্য এদিন ঠিক করে দেবে বিহারের ক্ষমতার মসনদ কাদের দখলে যাবে।
সবশেষ ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু বেলা সাড়ে ১১টায় জানিয়েছে, প্রাথমিক ফলাফলে এনডিও জোট ১১৮টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে মহাজোট ৯৯টি আসনে এগিয়ে। সকালে ভোট গণনা শুরুর পর মহাজোট এগিয়ে থাকলেও বেলা সাড়ে ১১টার পর এনডিএ জোট এগিয়ে থাকার কথা জানায় গণমাধ্যমগুলো।
বিহারে ২০১৫ সালে লালু-নীতিশ জোটবদ্ধ ছিলেন। সে সময় বিজেপি পেয়েছিল ৫৩টি আসন, আরজেডি পেয়েছিল ৮০টি এবং জেডিইউ পেয়েছিল ৭১টি আসন। আর কংগ্রেস পেয়েছিল ২৭টি আসন।