আইরিশ শহরে উল্লাস, বাইডেনসহ ২৩ প্রেসিডেন্টের পূর্বপুরুষ আয়ারল্যান্ডের
ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে বিজয়ী ঘোষণার খবর গণমাধ্যমে আসার পরই উল্লাসে মেতে ওঠে আয়ারল্যান্ডের ছোট্ট শহর বাল্লিনা। মাত্র ১০ হাজার বাসিন্দার শহরের সড়কে গাড়ি নিয়ে আনন্দ মিছিল, ব্রিজে লোকসমাগম হয়। খুশিতে রাস্তায় নেমে উল্লাস করেন মানুষ। বাল্লিনা বাইডেনের পূর্বপুরুষের শহর। বাইডেনের প্রচার দলের একজন এডওয়ার্ড ব্লিইউইট বলেন, জো বাইডেনের পূর্বপুরুষদের ১০ জনই আয়ারল্যান্ডের বাল্লিনা শহরে জন্মেছিলেন। বাল্লিনা শহরের স্মাইলার মিচেল সিএনএনকে বলেন, ‘আমার ধারণা, এই শহর আজ রাতে বিশ্বকে বাঁচিয়ে দিয়েছে। কারণ, বাল্লিনা ছাড়া তো আর জো বাইডেনকে কল্পনা করা যায় না।’ এখনো এই শহরে জো বাইডেনের স্বজনেরা রয়েছেন। এক জ্ঞাতি ভাই জো ব্লিউইটের সঙ্গে বাইডেনের যোগাযোগ আছে। ব্লিউইট এরইমধ্য কয়েকবার বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ব্লিউইট সিএনএনকে ফোনে জানান, তিনি (বাইডেন) পরিবারের একজন সদস্য।
বাইডেনের পরদাদা জেমস ফিনেগান ১৮৫০ সালে নিউইয়র্ক থেকে আয়ারল্যান্ডে আসেন। রাজধানী ডাবলিন থেকে ৭০ মাইল উত্তরের উপকূলীয় শহর কার্লিংফোর্ডে আসেন তিনি। নিজেদের ছেলে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় কার্লিংফোর্ডে গির্জার ঘণ্টা বাজানোর পরিকল্পনা করা হয়েছে। সেখানে জমায়েত হবে স্কুলশিক্ষার্থীরা।
এদিকে বাইডেনের জন্য প্রচারণাও চালিয়েছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত আইরিশরা। আইরিশরা নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের থাকা তাদের স্বজনদের বাইডেনকেই ভোট দেয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন।
আয়ারল্যান্ডের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব ছাড়াও রয়েছে রক্তের সম্পর্ক। ৪৫ জন মার্কিন প্রেসিডেন্টের মধ্যে ২২ জনেরই পূর্বপুরুষ আইরিশ। সেই সংখ্যা এখন ২৩–এ পৌঁছল।
অবশ্য কয়েকজন মার্কিন প্রেসিডেন্ট নিজেকে আইরিশ রক্তের বাহক দাবি করলেও সপক্ষে কোনো তথ্য প্রমাণ নেই। এরকম একজন হলেন বিল ক্লিনটন। অবশ্য অ্যান্ড্রু জ্যাকসন এবং জন এফ কেনেডিসহ অনেকেরই এর সপক্ষে যথেষ্ট তথ্যপ্রমাণ রয়েছে।
প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের পরদাদা ছিলেণ আইরিশ রোমান ক্যাথলিক। আর তার মায়ের সঙ্গে স্কটিশ-আইরিশ এবং আইরিশ সম্পর্ক রয়েছে। এছাড়া জেমস কে পোলকেরও পূর্বপুরুষ স্কটিশ-আইরিশ। এর মধ্যে শুধু কেনেডি ধর্মপ্রাণ ক্যাথলিক পরিবারে বড় হয়েছেন।
একনজরে যেসব মার্কিন প্রেসিডেন্টের পূর্বপুরুষ আইরিশ:
অ্যান্ড্রু জ্যাকসন (স্কটিশ-আইরিশ), সপ্তম রাষ্ট্রপতি ১৮২৯-৩৭;
জেমস নাক্স পোলক (স্কটিস-আইরিশ), ১১তম রাষ্ট্রপতি, ১৮৪৫-৪৯;
জেমস বুচানান (স্কটিশ-আইরিশ), ১৫তম রাষ্ট্রপতি, ১৮৫৭-৬১;
অ্যান্ড্রু জনসন (স্কটিশ-আইরিশ এবং ইংরেজি), ১৭তম রাষ্ট্রপতি, ১৮৬৫-৬৯;
ইউলিসিস এস গ্রান্ট (স্কচ-আইরিশ, ইংরেজি ও স্কটিশ), ১৮তম রাষ্ট্রপতি, ১৮৬৯-৭৭;
চেস্টার এ আর্থার (স্কচ-আইরিশ এবং ইংরেজি), ২১তম রাষ্ট্রপতি, ১৮৮১-৮৫;
গ্রোভার ক্লিভল্যান্ড (স্কচ-আইরিশ এবং ইংরেজি), ২২তম এবং ২৪তম রাষ্ট্রপতি, ১৮৮৫-৮৯;
বেঞ্জামিন হ্যারিসন (স্কচ-আইরিশ এবং ইংরেজি), ২৩তম রাষ্ট্রপতি, ১৮৮৯-৯৩;
উইলিয়াম ম্যাককিনলি (স্কচ-আইরিশ এবং ইংরেজি), ২৫তম রাষ্ট্রপতি, ১৮৯৭-১৯০১;
থিওডোর রুজভেল্ট (স্কচ-আইরিশ, আইরিশ, ডাচ, স্কটিশ, ইংরেজি ও ফ্রেঞ্চ), ২৬ তম রাষ্ট্রপতি, ১৯০১-০৯;
উইলিয়াম হাওয়ার্ড টাফ্ট (স্কচ-আইরিশ এবং ইংরেজি), ২৭ তম রাষ্ট্রপতি, ১৯০৯-১৩;
উড্রো উইলসন (স্কচ-আইরিশ), ২৮ তম রাষ্ট্রপতি, ১৯১৩-২২;
ওয়ারেন জি হার্ডিং (স্কচ-আইরিশ এবং ইংরেজি), ২৯ তম রাষ্ট্রপতি, ১৯২১-২৩;
হ্যারি এস ট্রুমান (আইরিশ স্কচ-আইরিশ, ইংরেজি ও জার্মান), ৩৩ তম রাষ্ট্রপতি, ১৯৪৫-৫৩;
জন এফ কেনেডি (আইরিশ), ৩৫তম রাষ্ট্রপতি, ১৯৬১-৬৩;
রিচার্ড নিক্সন (স্কচ-আইরিশ, আইরিশ), ৩৭ তম রাষ্ট্রপতি, ১৯৬৯-৭৪;
জিমি কার্টার (স্কচ-আইরিশ এবং ইংরেজি), ৩৯তম রাষ্ট্রপতি, ১৯৭৭-৮১;
রোনাল্ড রিগ্যান (আইরিশ), ৪০তম রাষ্ট্রপতি, ১৯৮১-৮৯;
জর্জ এইচ ডব্লিউ বুশ (আইরিশ, স্কট-আইরিশ এবং ইংরেজি), ৪১তম রাষ্ট্রপতি, ১৯৮৯-৯৩;
জর্জ ডব্লিউ বুশ (আইরিশ ও ইংরেজি), ৪৩তম রাষ্ট্রপতি, ২০০১-০৯;
বারাক ওবামা (কেনিয়ান, ইংরেজি এবং আইরিশ), ৪৪ তম রাষ্ট্রপতি, ২০০৯-১৭।
সূত্র: সিএনএন, উইকিপিডিয়া