দেশ

শীতের শুরুতেই কাবু উত্তরবঙ্গ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাতাসের দিক বদলের সঙ্গে সঙ্গেই দেশে শুরু হয়ে গেছে শীতের আমেজ। ইতোমধ্যে হিমালয়ের কাছাকাছি থাকা উত্তরাঞ্চলের জেলাগুলোতে দ্রুত হ্রাস পাচ্ছে তাপমাত্রা। বেশ কয়েকদিন ধরেই সন্ধ্যা নামার সাথেসাথেই উত্তরাঞ্চল কুয়াশার চাদরে ঢেকে যায়। পাল্লা দিয়ে নামতে থাকে তাপমাত্রার পারদ। ইতোমধ্যে জনসাধারণকে শীতের কাপড় পরতে দেখা যাচ্ছে। আজ ৮ নভেম্বর, রবিবার সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, চলতি মৌসুমে সারা দেশের এটিই সর্বনিম্ন তাপমাত্রা।

এদিকে আজ সকালে কুড়িগ্রামে ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ জেলায়ও দিন-রাতে তাপমাত্রার উঠানামা দেখা যাচ্ছে। ফলে বাড়ছে সর্দি-কাশিসহ ঠাণ্ডাজনিত রোগব্যাধি। স্থানীয় আবহাওয়া অফিস সূত্র জানায়, ভোরের কুয়াশায় চারপাশ ঢেকে যাওয়ার পাশাপাশি বইছে হিমেল বাতাসও।

এমন আরো সংবাদ

Back to top button