খেলাধুলা

করোনায় আক্রান্ত মাহমুদউল্লাহ, সাকিব নেগেটিভ

 সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ। ছবি : সংগৃহীত
সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ। ছবি : সংগৃহীত

একদিন বাদে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহর। তার আগেই বড় দুঃসংবাদ দিলেন তিনি। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও মাহমুদউল্লাহর ঘনিষ্ঠ সূত্রে খবরটি জানা গেছে। জানা যায়, গত ৬ নভেম্বর করোনা টেস্টের জন্য নমুনা দেন মাহমুদউল্লাহ। প্রথম পরীক্ষায় পজিটিভ আসার পর আরেকবার নমুনা দেন। দ্বিতীয় পরীক্ষাতেও ফল পজিটিভ এসেছে। তবে শারীরিকভাবে সুস্থ আছেন মাহমুদউল্লাহ।

এদিকে, অনেক সমালোচনার পর গতকাল শনিবার করোনা পরীক্ষা করিয়েছেন সাকিব আল হাসান। তাঁর কোভিড-১৯ পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। খবরটি এনটিভি অনলাইনকে জানিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী। রোববার সকালে এনটিভি অনলাইনকে দেবাশীষ বলেন, ‘সাকিবের করোনা পরীক্ষার ফল আমরা হাতে পেয়েছি, ফল নেগেটিভ এসেছে।’

পিএসএলে মুলতান সুলতানসে ডাক পেয়েছেন মাহমুদউল্লাহ। টুর্নামেন্টে অংশ নিতে তামিম ইকবালের সঙ্গে দেশ ছাড়ার কথা ছিল তাঁর। কিন্তু করোনা পজিটিভ হওয়ায় আপাতত কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে টি-টোয়েন্টি অধিনায়ককে। শঙ্কা আছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলা নিয়েও। এদিকে, আগামীকাল সোমবার থেকে সাকিবসহ ১১৩ ক্রিকেটারের ফিটনেস পরীক্ষা হবে, যা চলবে ১০ নভেম্বর পর্যন্ত। ফিটনেস পরীক্ষা শেষে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য অনুশীলনে নেমে পড়বেন সাকিব। নিষেধাজ্ঞা শেষে গত বৃহস্পতিবার মধ্যরাতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন সাকিব। রাতে দেশে ফিরে পরদিন সকালেই গুলশানে একটি সুপারশপের উদ্বোধন করেন। ব্যাপক জনসমাগমে সাকিবের উপস্থিতি সমালোচনার জন্ম দেয়। এরপর গতকাল করোনা পরীক্ষা করান সাকিব। সবকিছু ঠিক থাকলে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে ক্রিকেটে প্রত্যাবর্তন হবে বিশ্বসেরা অলরাউন্ডারের।

এমন আরো সংবাদ

Back to top button