কৃষিহাইলাইটস

বিরামপুরে বাঁধাকপির বাম্পার ফলন

বিরামপুরে এবার বাঁধাকপির ফলন ভালো হয়েছে
বিরামপুরে এবার বাঁধাকপির ফলন ভালো হয়েছে

দিনাজপুরের বিরামপুরে এবার বাঁধাকপির বাম্পার ফলন হয়েছে। কৃষক প্রতিকেজি বাঁধাকপি ২৯ থেকে ৩০ দরে বাজারে বিক্রি করছেন। বিঘাপ্রতি ১৫ হাজার টাকা ব্যয় করে তা থেকে আয় আসছে প্রায় ১ লাখ টাকা।

বিরামপুর উপজেলার দয়েরপাড় গ্রামের কৃষক মাহাবুব রহমান বলেন, ‘কার্তিক মাসের শুরুতে বাঁধাকপির চারা লাগাই। তিন মাসের মধ‌্যে এগুলো বিক্রির উপযোগী হয়েছে। এবার ফলনও ভালো। বাজারে দামও বেশি। আমি ২ বিঘা জমিতে বাঁধাকপির চাষ করেছি। বিঘাপ্রতি আমার ১৫ হাজার কাটা খরচ হয়েছে। চাষ করেই আমার সংসার চলে। সারা বছর কোনো না কোনো সবজি চাষ করি। তবে এবারের মতো লাভ করতে পারিনি। আশা করছি, একবিঘা জমির বাঁধাকপি প্রায় ১ লাখ টাকা বিক্রি করতে পারবো।’

এমন আরো সংবাদ

Back to top button