যুক্তরাষ্ট্রে বাইডেনের বিজয়ের খবরে বরিশালে ভূরিভোজ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেন বিজয়ের খবরে বরিশালে ভূরিভোজের আয়োজন করেছেন এক ব্যবসায়ী । গৌরনদী উপজেলায় সুপার মার্কেটের ব্যবসায়ী মেরাজ হোসেন খান বৃহস্পতিবার রাতে এ ভূরিভোজের আয়োজন করেন। মেরাজ বলেন, “যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প একজন অপছন্দের লোক; তিনি বিশ্বের শান্তি নষ্ট করেছেন। আমেরিকায় বিভিন্নভাবে দাঙ্গা-হাঙ্গামার সৃষ্টি করেছেন। তাই বিশ্ব শান্তি প্রতিষ্ঠার স্বার্থে ব্যালটের মাধ্যমে তাকে বিদায় করা উচিত। যুক্তরাষ্ট্রের ভোটাররা তাই করেছেন।
“যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে চলমান ভোট গণনার ফলাফলে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন বিজয়ের সম্ভাবনা অনেকটাই নিশ্চিত ছিল। তাই বৃহস্পতিবার রাতে প্রায় ২০০ জনের জন্য মনের আনন্দে ভূরিভোজের আয়োজন করি।” এ বিষয়ে গৌরনদী থানার ওসি আফজাল হোসেন বলেন, ট্রাম্প হেরে যাওয়ার খুশিতে ওই ব্যবসায়ী ভূরিভোজ করিয়েছেন; এটা যার যার ব্যক্তিগত স্বাধীনতা। তবে এ ঘটনাকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলার যেন আবনতি না হয় সেদিকে পুলিশের নজরদারি ছিল।