প্রবাস

কোরিয়া বাংলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ

kকোরিয়াতে  সুস্থধারার সাংবাদিকদের সংগঠন ‘কোরিয়া বাংলা প্রেসক্লাব’ আত্মপ্রকাশ করেছে। কমিটির সভাপতি বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি ওমর ফারুক হিমেল ও সাধারণ সম্পাদক ঢাকা টাইমসের প্রতিনিধি মোহাম্মদ হানিফ। শুক্রবার সন্ধ্যায় অনলাইনে এক আলোচনা সভায় এ কমিটির নাম ঘোষণা করা হয়। সুস্থ মানসিকতার সাংবাদিকতায় ‘কোরিয়া বাংলা প্রেসক্লাব’ নামের প্লাটফর্মটি প্রবাসীদের যেকোনো সমস্যায় পাশে থাকবে, একই সঙ্গে  প্রবাসে দেশের সম্মান সমুন্নত রাখতে সংগঠনটি সবসময় বদ্ধপরিকর বলে জানান সংগঠনটির সভাপতি ওমর ফারুক হিমেল।

কোরিয়া বাংলাদেশিদের কল্যাণে একই সঙ্গে অসঙ্গতি প্রকাশে অসংকোচ ভূমিকা থাকবে এই কমিউনিটির। সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ বলেন, দেশীয় কৃষ্টি সংস্কৃতি তুলে ধরতে এবং প্রবাসীদের কার্যক্রম দেশসহ সারা বিশ্বে ছড়িয়ে দিতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাবে কোরিয়া বাংলা প্রেসক্লাব। এই সংগঠন মূলত কোরিয়ার সুস্থ ধারার সাংবাদিকতা ফিরিয়ে আনা এবং দেশে ও প্রবাসে বাংলাদেশিদের সার্বিক সহযোগিতায় কাজ করবে ।  সভাপতি এবং সাধারণ সম্পাদক জানান, অচিরেই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

এমন আরো সংবাদ

Back to top button