খেলাধুলা

জামালকে পেয়ে খুশি কলকাতা মোহামেডানও

জামাল ভুঁইয়া
জামাল ভুঁইয়া

একদিন আগেই নিশ্চিত হয়েছে তিনি খেলতে যাচ্ছেন কলকাতা মোহামেডানে। ভারতের ঐতিহ্যবাহী ক্লাবে নাম লেখালেন জামাল ভুঁইয়া। ভারতীয় আই লিগে দলটির হয়ে মাঠে নামবেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক। তাকে পেয়ে বেশ খুশি কলকাতার ক্লাবটি। জামালকে দলে নিয়ে নিজেদের সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপক উচ্ছ্বাস দেখাচ্ছে কলকাতা মোহামেডান। ছোট একটি ভিডিও ক্লিপও ছেড়েছে ক্লাবটি। যেখানে জামালের পরিচয় দিয়ে তাকে ‘ব্ল্যাক প্যান্থার’ উপাধি দিয়েছে। পুরো ব্যাপারটিকেই ইতিবাচকভাবে দেখছেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার। তার মতে এটাই সতীর্থদের জন্য সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। সাফ জানালেন দেশের বাইরে তিনি বাংলাদেশ ফুটবলের দূত হতে চান।

জামাল ভুঁইয়া বলছিলেন, ‘ভারতে ভালোভাবে যদি নিজের কাজটা করতে পারি তাহলে আমার পর বাংলাদেশের আরও খেলোয়াড় সেখানে যেতে পারবে। তরুণদের সামনে দরজা খুলতে পারে। দেশের ফুটবল উপকৃত হবে। বাংলাদেশের ফুটবলের দূত হতে চাই আমি।’

ক্লাবটির কাছেও প্রত্যাশা আছে তার। জানাচ্ছিলেন ‘কলকাতা মোহামেডান একটি ঐতিহ্যবাহী দল। তাদের অনেক সমর্থক রয়েছে। আমি ক্লাবটির কাছে সর্বোচ্চ সুযোগ সুবিধা, ভালো মাঠ চাই। তারা আমাকে বলেছে, সর্বোচ্চ সমর্থনই দেবে। এসব ভেবে চিন্তেই আমি তাদের হ্যাঁ বলেছি।’

এরইমধ্যে জামালের ক্লাব সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেড এক বিবৃতিতে তার কলকাতা মোহামেডানে যুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। কলকাতা মোহামেডান, জামাল ভূঁইয়া আর সাইফ একটি ত্রিপাক্ষিক চুক্তি করেছে। যে চুক্তির আওতায় জামাল ভারতের আই লিগে অংশ নিলেও সাইফ স্পোর্টিংয়ের হয়ে মাঠে নামতে সমস্যা হবে না। আই লিগে খেলা শেষে আগামী বছরের ২০ এপ্রিল ফের দলের সঙ্গে যোগ দেবেন জামাল। বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় রাউন্ডে খেলবেন তিনি।

এমন আরো সংবাদ

Back to top button