নির্বাচনহাইলাইটস

‘ক্ষুব্ধ ট্রাম্প’ প্রচুর টিভি দেখছেন

‘ক্ষুব্ধ ট্রাম্প’ প্রচুর টিভি দেখছেন/ফাইল ছবি
‘ক্ষুব্ধ ট্রাম্প’ প্রচুর টিভি দেখছেন/ফাইল ছবি

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ক্ষুব্ধ’ হয়ে প্রচুর টিভি দেখছেন বলে জানিয়েছে তার ঘনিষ্ঠ সূত্র। সিবিসি নিউজ এক প্রতিবেদনে জানায়, ডোনাল্ড ট্রাম্প এতটাই ক্ষুব্ধ এবং হতাশ হয়েছেন যে কারো সাথে কথা বলছেন না; প্রচুর টিভি দেখছেন। তারা  জানান, শুক্রবার তিনি ওভাল অফিস এবং বাসস্থানে ছিলেন। এ সময় প্রচুর টিভি দেখছেন, ফোনে কথা বলে তার রাগ শেয়ার করছেন। ট্রাম্পের প্রচার শিবির ভোটে জালিযাতি ও কারচুপির অভিযোগ আইনি লড়াইয়ের কথা বললেও, তেমন কোনও স্পষ্ট কৌশল ও প্রমাণ তারা এখনও দেখাতে পারেননি। প্রেসিডেন্টের কয়েকজন সহযোগী জানান, এ বিষয়টি এক মাস আগে পরিকল্পনা করা উচিত ছিল। তবে তখন এ বিষয়ে কেউ কথা বলতে রাজি হননি।

আইনি পদক্ষেপের ক্ষেত্রে যদি বড় অঙ্গরাজ্য যেমন পেনসিলভেনিয়ায় যদি কিছু প্রমাণ পাওয়া যায়, তা যদি অল্প পরিমাণও হয় তারপরও সুপ্রিম কোর্ট থেকে কিছু সুফল পেতে পারেন ট্রাম্প। পেনসিলভেনিয়ায় যদি বড় ব্যবধানে বাইডেন বিজয়ী হন তাতেও কোন সমস্যা নেই। ট্রাম্পের প্রচার শিবির ও আইনীজীবীরা এই মুহূর্তে আইনি পদক্ষেপের উপর জোর দিচ্ছেন। অঙ্গরাজ্যভিত্তিক জয় অনুযায়ী এখন পর্যন্ত জো বাইডেন ২৫৩ ভোট ইলেকটোরাল কলেজ ভোট পাচ্ছেন। আর ট্রাম্প পাচ্ছেন ২১৪ ভোট। মোট ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোটের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচিত হতে প্রয়োজন ২৭০টি। যদিও মার্কিন কয়েকটি মার্কিন সংবাদ সংস্থা জো বাইডেন ২৬৪টি ইলেকটোরাল ভোট পেয়েছেন বলে জানিয়েছে।

এমন আরো সংবাদ

Back to top button