প্রযুক্তি
অ্যাপলের নতুন চমক, জানা যাবে ১০ নভেম্বর
মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল ১০ নভেম্বর বিশেষ আরেকটি অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে। এই অনুষ্ঠানের ট্যাগ লাইন হিসেবে ব্যবহার করা হয়েছে ‘ওয়ান মোর থিং’। প্রযুক্তিবিষয়ক সাইট দ্য ভার্জের খবর, এ অনুষ্ঠানেই অ্যাপল নতুন ম্যাক কম্পিউটার উন্মোচন করতে পারে। যদিও এ সম্পর্কে অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে কিছুই জানায়নি প্রতিষ্ঠানটি। অ্যাপল অবশ্য আগেই জানিয়েছিল, ‘অ্যাপল সিলিকন’ নামের নিজস্ব প্রসেসর দিয়ে নতুন ম্যাক কম্পিউটার চলতি বছরে বাজারে নিয়ে আসবে।
গত ১৩ অক্টোবর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অ্যাপল পার্ক থেকে ভার্চুয়াল ইভেন্টের মাধ্যমে চার মডেলের আইফোন-১২ বাজারে আনার ঘোষণা দেয় অ্যাপল।
অ্যাপল ইনকরপোরেটেড বিখ্যাত মার্কিন বহুজাতিক প্রযুক্তি কোম্পানি। ১৯৭৬ সালের ১ এপ্রিল স্টিভ জবস, স্টিভ ওজনিয়াক ও রোনাল্ড ওয়েন মিলে অ্যাপল গঠন করেন।