বিদেশ

সৌদিতে বাতিল হচ্ছে কাফালা পদ্ধতি

deঢাকা: সৌদি আরবে কর্মী নিয়োগে কাফালা পদ্ধতি বাতিল হচ্ছে। ফলে সেখানে যাওয়া কর্মীদের আর কফিল কিংবা নিয়োগকর্তার অধীনে থাকতে হবে না। ‘কাফালা’ পদ্ধতি বাতিলের ঘোষণা দিয়েছে সৌদি আরবের মানবসম্পদ মন্ত্রণালয়। সূত্র জানায়, সৌদি আরবের মানবসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে ২০২১ সালের ১৪ মার্চ থেকে আর কাফালা পদ্ধতি থাকবে না। ‘কাফালা’ পদ্ধতি তুলে নেওয়ার ফলে বিদেশি কর্মীরা লাভবান হবেন।

সৌদি আরবে কাফালা পদ্ধতির কারণে বিদেশ থেকে কর্মীরা যেদেশে গেলে নিয়োগকর্তা বা নিয়োগকারীর প্রতিষ্ঠানের অধীনেই চাকরি করতে হয়। কোনো কর্মী অন্য প্রতিষ্ঠানে সুযোগ-সুবিধা বেশি পেলেও তিনি ওই প্রতিষ্ঠান পরিবর্তন করতে পারেন না। সে কারণে কর্মীরা বঞ্চিত হয়ে থাকেন। তবে ‘কাফালা’ পদ্ধতি বাতিল হলে কর্মীরা সুবিধা মতো অন্য প্রতিষ্ঠানে কাজ করতে পারবেন। এছাড়া কর্মীদের ভিসা জটিলতাও দূর হবে। সৌদি আরবে প্রায় ১ কোটি বিদেশি কর্মী কাজ করেন। এরমধ্যে প্রায় ২০ লাখ বাংলাদেশি কর্মী রয়েছেন। তবে কাফালা পদ্ধতির জটিলতায় কর্মীরা নানারকম হয়রানির শিকার হয়ে আসছেন। সে কারণে এ পদ্ধতি বাতিলের দাবি উঠেছিল। সেই দাবির পরিপ্রেক্ষিতে সৌদি আরব সরকার কাফালা পদ্ধতি বাতিলের ঘোষণা দিয়েছে।

এমন আরো সংবাদ

Back to top button