নির্বাচনহাইলাইটস

ভারতীয়দের মন খারাপ : আল্পনায় সেজেছে কমালা হ্যারিসের গ্রাম

hমার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে পুরো ভারতে চলছে আলোচনা-সমালোচনা। সর্বশেষ ফলাফলে ট্রাম্প হেরে যাওয়ার আশঙ্কায় ভারতীয়দের মন খারাপ। কিন্তু মন খারাপের মধ্যেও একটি গ্রামে বইছে আনন্দের বন্যা। যে গ্রামে কোনোদিন পা দেননি কমালা হ্যারিস। কিন্তু মার্কিন নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের জয়ের সম্ভাবনা উজ্জ্বল হতেই সেজে উঠেছে তামিলনাড়ুর থিরুভারু জেলার থুলাসান্দ্রাপুরাম গ্রামটি। কমালা এখানে না এলেও তার মা শ্যামলা গোপালন এই গ্রামে থাকতেন।

এই গ্রাম থেকেই তিনি দিল্লিতে পড়াশোনা করতে যান। তাই থুলাসান্দ্রাপুরাম এর বাসিন্দারা প্রথম ইন্দো-আমেরিকান মার্কিন ভাইস প্রেসিডেন্টের মঙ্গল কামনায় ঘরে আল্পনা দিয়েছেন। বাতি জ্বালিয়েছেন, কমালার কাটআউটে সেজেছে গ্রাম।

মার্কিন নির্বাচনের জটিল অঙ্ক বোঝে না গ্রাম, তারা শুধু জানে গ্রামের মেয়ে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট হচ্ছে। যদি সত্যিই তাই হয়, তাহলে কমালা হ্যারিস হবেন প্রথম ইন্দো-আমেরিকান ভাইস প্রেসিডেন্ট। নারী নির্যাতনের বিরুদ্ধে সদাই সরব কমালার আরেকটি নাম, টপ কপ। অনেকে তাকে নারী ওবামা বলে ডেকে থাকেন।

এমন আরো সংবাদ

Back to top button