নির্বাচনহাইলাইটস

ব্রিটিশ গণমাধ্যমে মার্কিন নির্বাচন

hবিশ্বের সকল প্রান্তেই এখন আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। সব দেশেই মার্কিন প্রেসিডেন্টের বিদেশনীতির কমবেশি প্রভাব লক্ষ্য করা যায়। ফলে সবার চোখই রয়েছে, কে হবেন হোয়াইট হাউজের অধিকর্তা তার দিকে। ব্রিটিশ নেতারা অবশ্য এ নির্বাচন নিয়ে নিরপেক্ষ বক্তব্যই দিয়েছেন। তবে এ নির্বাচন নিয়ে সরব ছিল ব্রিটিশ গণমাধ্যমগুলো। ব্রিটিশ গণমাধ্যম বিবিসিতে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের মিশিগান জয়ের বিষয়টি সামনে নিয়ে আসা হয়েছে। মিশিগানে জয়ের মধ্য দিয়ে কার্যত প্রেসিডেন্ট হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন বাইডেন। প্রতিবেদনে সেটিই বলা হয়েছে।

এছাড়া, নির্বাচন আদালতেই নির্ধারিত হবে কিনা সেটির সম্ভাবনা নিয়েও বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি।

এদিকে ব্রিটিশ আরেক গণমাধ্যম মিররে গুরুত্ব পেয়েছে নির্বাচন পরবর্তী সময়ে রিপাবলিকান প্রার্থী ডেনাল্ড ট্রাম্পের পদক্ষেপগুলো। হার ঠেকাতে তিনি আদালতের শরণাপন্ন হয়েছেন। মিররের এক প্রতিবেদনে ট্রাম্পকে মিথ্যাবাদী বলে উল্লেখ করা হয়েছে। এতে প্রতিবেদক ক্রিস্টোফার বাকটিন ট্রাম্পের নির্বাচনে জয়ের জন্য নানা ছলচাতুরির সমালোচনা করেছেন।

ভালো সংবাদের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

এমন আরো সংবাদ

Back to top button